জয়পুরহ🅺াটের ♌কালাই উপজেলায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে জয়পুরহাট-মোকামতলা ❀সড়কে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শাহিনুর রহমান বগুড়া💫র মহাস্থানগড় নামা বাজার মৃত ছানাউল্লা প্রামানিকের ছেলে।
নিহতের বো🌠ন সুমনা আক্তার জানান, তারা সাত বোন এক ভাই। তাদের মধ্যে সবার ছোট শাহিনুর রহমান। সে এক বছর আগে কালাই উপজেলার পুনুট ইউনিয়নের আপলা পাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করেন। বুধবার শ্বশুড়বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, বুধবার ভোর ৫টার দিকে জয়পুরহাট-মোকামতলা সড়কের বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পাশে মরদেহ ও একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুল♛িশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থান🐎ায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।