• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইপিএলের নিলামে ইতালির ক্রিকেটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:২৬ পিএম
আইপিএলের নিলামে ইতালির ক্রিকেটার
ইতালির ক্রিকেটার টমাস জ্যাক দ্রাকা। ছবি : সংগৃহীত

আসন্ন আইপিএলের নিলাম এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর। নিলামে অংশ নিতে চলেছেন বাংলাদেশ সহ ১৭টি দেশের ১৫৭৪ জন ক্রিকেটার। তার মধ্✱যে ৪০৯ জন ভারতের বাইরের ক্রিকেটার। এর মধ্যে একটি নাম নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে। তিনি টমাস জ্যাক দ্রাকা। ইতালির ক্রিকেটার। ক্রিকেটখেলিয়ে দꦉেশ হিসাবে যাদের সে ভাবে কোনও পরিচিতিই নেই সেই দেশের একজন ক্রিকেটার নিলামে কী ভাবে নাম লেখালেন?

দ্রাকাജর ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখা যাচ্ছে, তিনি খুব একটা অপরিচিত নন। ২৪ বছরের ক্রিকেটার দেশের হয়ে চারটি টি-ট🧜োয়েন্টি ম্যাচ খেলে আটটি উইকেট নিয়েছেন। ইতালির প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন। ডান হাতি মিডিয়াম পেসার দ্রাকার অভিষেক হয়েছে এ বছরের ২৯ জুন লুক্সেমবুর্গের বিরুদ্ধে।

বিদেশের টি-টোয়েন্টি লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে দ্রাকার। তিনি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্রাম্পটন উলভসের হয়ে খেলেছেন। ছয় ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন। পরে আরব ❀আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটস দল নেয় তাকে। অনামী এই পেসারকে নিতে কোনও দল আগ্রহী হয় কি না সেটাই দেখার।

নিলামে অংশ নিতে আগ্রহী ক্রিকেটারের মধ্যে ১২২৪ জন এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা💜 রয়েছে এমন ক্রিকেটারের সংখ্যা ৩২০। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যাসোসিয়েট সদস্য দেশগুলি থেকে ৩০ জন ক্রিকেটারের না💃মও থাকবে নিলামে।

আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়দের মধ্যে ৪৮ জন ভারতীয় এবং ২৭২ জন বিদেꦰশি। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ১৫২ জন ভারতীয় খেলোয়াড়ের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। বিদেশিদের ক্ষেত্রে এই সংখ্যা তিন। আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএল খেলার অভিজ্ঞতা নেই এমন ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা ৯৬৫ এবং বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ১০৪। মোট ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ১১৬৫ এবং বিদেশি ক্রিকেটার ৪০৯ জন।

বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার ৭৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এছাড়া, ইংল্যান্ডের ৫২, আফগানিস্তানের ২৯, শ্রীলঙ্কার ২৯, নিউজিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজ়ের 🥂৩৩, বাংলাদেশের ১৩, নেদারল্যান্ডসের ১২, যুক্তরাষ্ট্রের ১০, আয়ারল্যান্ডের ৯, জিম্বাবুয়ের ৮, কানা🐻ডার ৪, স্কটল্যান্ডের ২ জন নিলামে অংশগ্রহণ করছেন। ইতালি ছাড়াও আরব আমিরাতের রয়েছেন ১ জন।  

Link copied!