• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রোনালদো গোল পেলেন, বড় জয় আল নাসরের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:১৩ পিএম
রোনালদো গোল পেলেন, বড় জয় আল নাসরের
রোনালদোর গোল উদযাপন। ছবি : সংগৃহীত

পর্তুগিজ বিশ্ব নন্দিত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গোল পেলেন। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল আইনকে ৫-১ গোল✤ে উড়িয়ে দিয়েছে তার দল আল নাসর। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন রোনালদো।

ম💖ঙ্গলবার ঘরের মাঠ আল আওয়াল পাꦗর্কে বড় জয় পেতে আল নাসরকে উদার মনে সহায়তা করেছে আল আইনও। গোল উৎসবের দিনে আত্মঘাতী গোল করে রোনালদোদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে আরব আমিরাতের ক্লাবটি।

ম্যাচটি আল নাসরের জন্য ছিল প্রত💟িশোধের। কেননা গত মৌসুমে এই আল আইনের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল সৌদি প্রো লিগ🦄ের ক্লাব আল নাসরকে। সুযোগ পেয়ে নির্মম প্রতিশোধই নিলো স্টেফানো পিওলির শিষ্যরা।

আল আইনকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের পশ্চিমাঞ্চলের পয়েন্ট তালিকার তিনে উঠে গেছে আল নাসর। ৪ ম্যাচে রো🧸নালদোদಌের পয়েন্ট এখন ১০।

অ♕ন্যদিকে খাদের কিনারায়✤ চলে গেছে আল আইন। ৪ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে চলে গেছে তারা।

পশ্চিমাঞ্চল ও পূর♒্বাঞ্চলের সেরা আট দল খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে।

মঙ্গলবার আল নাসরের হয়ে জোড়ౠা গোল করেন অ্যান্ডারসন টেলিস্কা (৫ ও ৯৪ মিনিটে)। রোনালদো গোল🐭 করেন ৩১ মিনিটে। এরপর আল আইনের আত্মঘাতী গোল ৩৭ মিনিটে। আল আইনের কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দেন ওয়েসলি রিভেইরো।

অন্যদিকে আল আইনের একমাত্র গ🦩োলটিও আত্মঘাতী। ভুল করে নিজেদের জালে বল জমা করেন আল নাসরের বেন্টো (৫৬ মিনিটে)।

Link copied!