কলকাতার টিভি পর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাস। সোশ্যাল মিডিয়⭕াতেও তিনি বরাবরই স্পষ্টভাষী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি সাদা কালো ছবি পোস্ট করেন অভিনেত্রী।
ক্যাপশনে লিখেন, ‘সবাജই ফেরাবে, দরকারে ডাকবে, প্রয়োজনে অচেনা হবে কিন্তু, তোমার শিকড় / তোমার শিক্ষা / তোমার অভিজ্ঞতা / তোমার শিল্পী স্বত্ত্বা / তোমার মঞ্চ তোমায় ফেরাবে না।’ ক্যাপশনেই স্মৃতিচারণ করে অভিনেত্রী মনের ঝাঁপি খুললেন। লিখলেন ওই নির্দিষ্ট ছবি, নাটক ও ওই সালটি তার জীবনে অবিস্মরণীয়।
শ্রুতির কথায় ‘সবাই বলে অতীত ঘাঁটতে 🍌নেই, কিন্তু আমি রোজ ঘাঁটি আর এগিয়ে চলার শক্তি পাই।💎 সালটা ২০১৮... সংহতি মঞ্চে আমার অভিনীত শেষ নাটক।’ নিজের মেল বক্স ঘাঁটতে গিয়ে হঠাৎই এই ছবি খুঁজে পেয়েছেন অভিনেত্রী। লেখেন, ‘মেল বক্স ঘাঁটতে গিয়ে পুরাতন আমায় আমার আসল জায়গা চেনালো হয়তো। মঞ্চ আমার জীবন, আমায় সবচেয়ে শান্তি দেয়। সে নাচ হোক, থিয়েটার হোক অথবা হোক আমার ধারাবাহিকের পরিচিতির জন্য মাচায় গান গাওয়া।’ অভিনেত্রীর পোস্টে শুধুই অনুরাগীদের ভালোবাসা লক্ষণীয়।
সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন শ্রুতি। মিমি চক্🅷রবর্তীর সঙ্গে ডাইনি সিরিজে কাজ করলেন ছোট পর্দার `রাঙা বউ`। এছাড়াও মুক্তির অপেক্ষায় শ্রুতি ডেবিউ মুভি `আমার বস`।