সানি লিওন, বলিউড অভিনেত্রী। ‘নীল’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বলিউড কাঁপাচ্ছেন তিনি। তাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। ফের বিয়ে করে আবারও সমালোচনাও এসেছেন এই অভিনেত্রী। মালদ্ব𒁏ীপের সমুদ্র সৈকতে গিয়ে তিন সন্তানকে কোলে নিয়ে বিয়ের আসরে বরের গলায় মালা দিয়েছেন তিনি। তবে সানি লিওন অন্য কোনো পুরুষকে নয়, এতদিনের জীবনসঙ্গী ড্যানিয়েল𝔉কেই নতুন করে বিয়ে করেছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্বামী ড্যানিয়েল ওয়েব🧔ারের সঙ্গেই আবারও বিয়ের বন্ধনে নিজেকে বেঁধে নিয়েছেন সানি লিওন। এ দম্পতির সাজানো বিয়ে🌳তে পাশে ছিল তাদের তিন সন্তান নিশা, নোয়া ও আশের।
জানা যায়, সানি-ড্যানিয়েল দুইজনে𝓀ই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন তারা। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল তাদের। সে কারণেই প্রথম বিয়ের 🎃১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি-ড্যানিয়েল।
ব্যক্🍒তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না এ অভিনেত্রী। বহু বছর 🐽আগেই নীল ছবির দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি। তবুও সেই ট্যাগ যেন তার শরীর থেকে সরছে না। মাঝেমধ্যেই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর গলায় শোনা যায় সেই অভিমান। তিনি স্পষ্ট জানান, তার মা এখনও তাকে ঘৃণা করেন।
সানি লিওন বলেন, “আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন নীল দুন﷽িয়াতে পা রাখি, তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। এ ঘটনার পর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা যায়, আমাকে একপ্রকার ঘৃণা করেন।”