• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ম্যাজিক ফিগারের কাছাকাছি ডোনাল্ড ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:৪২ পিএম
ম্যাজিক ফিগারের কাছাকাছি ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যাজিক ফিগারের কাছাকাছি রয়েছেন ট্রাম্প। অর্থাৎ ট্রাম্পের জয় এখন অনেকটাই নিশ্চিত বলা যা🅠য়। তিনি ইতোমধ্যেই ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। হোয়াইট হাউসের পথ নিশ্চিত করতে তার আর প্রয়োজন মাত্র ৩ ভোট। অপরদিকে, কমলা এগিয়ে আছেন ২১৪টিতে।

বিবিসি, এপিসহ বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানি🗹য়ায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্য তিনটিতে জয় পেয়েছেন ট্রাম্প।

এছাড়া নেভাদা, অ্যারিজোনা, উইসকনসিন, মি🃏শিগান, মিনেসোটা, আলাস্কায়ও এগিয়ে আছেন ট্রা🗹ম্প। সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

মিশিগান রাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। তবে সেඣখানে এ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। এছাড়া মেইন রাজ্যেও এগিয়ে আছেন কমলা। ꦇতবে সেখানে ইলেকটোরাল ভোট মাত্র তিনটি।

নর্থ ক্যারোলাইনায় বড় জয় পেয়েছেন ট্রাম্প। সেখানে ১৬টি ইলেকটোরাল ভোটে এগি🐼য়ে আছেন ট্রাম্প। ওই অঙ্গরাজ্যে রিপাবলিকানদের জয় ꦜগুরুত্বপূর্ণ হলেও তা ঐতিহাসিক ভোটের ধারাকে ধরে রেখেছে।

অন্যদিকে, বড় রাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ায় জয় পেয়েছেন কম⛦লা। ফলে এ রাজ্যের ৫২টি ইলেকটোরাল ভোট গেছে তার শিবিরে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট💦্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়ো꧑জন হয় অন্তত ২৭০টি ভোট।

Link copied!