যুক্তর🎉াষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিনন্দন জানাবেন কি না, এ বিষয়ে অবগত নন ক্রꦚেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।
বুধবার (৬ নভেম্বর) সকালে পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রꩲতি অবন্ধুসুলভ দেশ ছিল– এটা কারও ভুলে যাওয়া উচিৎ হবে না। রাশিয়ার বিষয়ে মার্কিন রাজনী🌠তিবিদদের মন্তব্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছে রাশিয়া।
তিনি বলেন, দুই দে🐻শের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক তলানিতে গিয়ে ঠেকে, যার চেয়ে আর অবনতি ছিল কার্যত অসম্ভব।
পেশকভের মতে, “যুক্তরাষ্ট্র চাইলে তার পররাষ্ট্রনীতি ব💯দলাতে পার𝓀ত, তবে জানুয়ারিতে ট্রাম্প যখন দায়িত্ব গ্রহণ করবেন– তখন কি হয় আমরা তা দেখব।“
মার্কিন প্রেসিডেন্ট হতে ম্যাজিক ফিগার ছাড়িয়ে গেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটকে ছাড়িয়ে গেছেন তিনি। উইসকনসিন অঙ্গরাজ্যে ১০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে আলাস্কা▨য় পেয়েছেন আরও তিনটি। এ নিয়ে মোট ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প।