দুই ঘাটতির কারণে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হতে পারবেন না বলে🔯 জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
শনিবার (১৬ নভেম্বর) গ👍ণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ 🐲কথা জানিয়েছেন।
হিরো আলম বলেন, “বিভিন্ন জেলা থেকে ফোন করে আমাকে উপদেষ্টা হতে বলছে। বিশ্বাস না হলে কিছুক্ষণ আমার সঙ্গে থাকেন, দেখতে পারবেন। আমি তাদের বলไেছি, আমি উপদেষ্টা হতে চাই না। উপদেষ্টা হওয়ার মতো দুইটা জিনিস আমার নাই। প্রথমতো আমার লেখাপড়া নাই, আর দ্বিতীয়ত আমি দেখতে সুন্দর না। এই দুই সাইড আমার খারাপ, তার জন্য উপদেষ্টা হতে পারব না।”
এর আগে অন্তর্বর্তী সরকারে নতুন করে শপথ নেওয়া দুই উপদেষ্টাকে নিয়ে সমালোচনার মধ্যেই একটি মন্তব্যের কারণে আলোচনায় আসেন হিরো আলম। তিনি বলেছিলেন, “অহরহ﷽ কল আসছে, আমাকে উপদেষ্টা বানানোর জন্য।”