অভিনয়শিল্পীদের কল্যাণে জনপ্রিয় চার তারকা শিল্পী মহতি উদ্যোগ গ্রহ🍃ন করেছেন। তারা অভিনয়শিল্পী সংঘের তহবিলে ১০ লাখ টাকা প্রদান করেছেন। এ তারকারা হচ্ছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, সꦏাংগঠনিক সম্পাদক সাজু খাদেম এবং আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর।
চার তারকা তাদের পারিশ্রমিকের ১০ লাখ টাকা অভিনয়শিল্পী সংঘের কল্যাণ তহবিলে দেন। তারা প্রত্যেকে আড়াই লাখ টাকা করে পারিশ্রমিক ♐তহবিলে জমা করেন। এজন্য অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে তাদের ধন্যবাদ জানানো হয়।
অন্যদিকে এ বিষয়ে অভিনেতা সাজু 🌟খাদেম বলেন, ২৮ ডিসেম্বর আমরা ‘তোমার চোখে বাংলাদেশ’ নামের একটি ইভেন্ট করেছিলাম। সেখান থেকে পাওয়া পারিশ্রমিক অভিনয়শিল্পী সংঘের ফান্ডে জমা করেছি।’