রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিপুল ভ🔯োটে নির্বাচিত হয়ে সবাইকে চমꦰকে দিয়েছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা।
বুধবার (২১ জুন) অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ২৬৩ ভোট পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের ৭ নং জোন (১৯, ২০, ২১ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। সাগরিকা ‘দিনের আলো হ𝓀িজড়া সংঘ’ এর সাধারণ সম্পাদক।
জানা গেছে,𝓡 হিজড়া বলে নবম শ্রেণিতে ওঠার পর আর বিদ্যালয়ে টিকতে পারেননি সাগরিকা। আগের ক্লাসগুলোও পার করেছেন নানা টিপ্পনীতে। শেষ পর্যন্ত বাড়িও ছাড়তে হয় তাকে। এরপর নানা সংগ্রামে কেটেছে🐠 জীবন। সব বাধা পেরিয়ে এখন জনগণের সেবা করতে চান তিনি।
জয়ের ಌপর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমার নির্বাচনী এলাকায় যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করব। ওয়ার্ডে গরীব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেওয়া ও ২৪ ঘণ্টা সেবার জন্য হটলাইন নম্বর খোলা এর মধ্যে অন্যতম। আমি কাজ করব। সবাইকে পাশে চাই।”