• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চায়ের দোকানের ওপরে উঠে গেল লরি, নৈশপ্রহরীসহ দুজন নিহত


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৪, ১১:০১ এএম
চায়ের দোকানের ওপরে উঠে গেল লরি, নৈশপ্রহরীসহ দুজন নিহত
সড়ক দুর্ঘটনা। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

দিনাজপুর সদরের কাঁউগা হাটখোলা বাজারের রাস্তার পাশে এক চায়ের দোকানে ত💫েলবাহী ট্যাংকলরি 🐭ধাক্কা দিলে নৈশপ্রহরীসহ দুজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় লরির চালক ও সহকারীকে আটক ▨করেছে স্থানীয় লোকজন।

শনিবার (১১ মে) ভোর ৫টা ২০ মিনিটে দিনাজপুর ফুল▨বাড়ী মহাসড়কের কাঁউগা হাট♚খোলা বাজারে সড়কে দুর্ঘটনা ঘটে।

নিহত নৈশপ্রহরী আজাহার আলী (৬০) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজির হোসেনের ছেলে। অন্যজন রানা (✃২৫) সদর উপজেলার কাউগা🔯 হাটখোলা বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা।

দিনাজপুর কোতোয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ফুলবাড়ি থেকে একটি তেলবাহী ট্যাংকলরি দিনাজপুরে আসার পথে চালক ঘুমন্ত অবস্থায় কাঁউগা বাজারের রাস্তার পাশে একটܫি চায়ের দোকানের উঠিয়ে দেয়। এতে ওই দোকানের পাশে দাঁড়িয়ে থাকা নৈশপ্রহরী আজাহার আলী ও স্থানীয় রানা লরির চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।

ওসি আরও জানান, নিহতদের লাশ দিনা🍬জপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। চালক রা✅জু খন্দকার (২৯) ও সহকারী মো. সোহাগকে (১৯)  আটক করেছে পুলিশ।

Link copied!