অতিবৃষ্টির কারণে রাঙামাটির সাজেকের দীঘিনালা-সাজেক সড়ক পানির নিচে তলিয়ে গে🥃ছে। এতে সেখানে আটকা পড়েছেন অর্ধশতাধিক পর্যটক।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সাজেক সড়কে চলাচল করা জিপꦑের লাইনম্যান ইয়াছিন আরাফাত।
ইয়াছিন আরাফাত বলেন, “সকাল থেকে কোনো গাড়🧔ি যেতে পারেনি। অন্যদিকে গতকাল (২৭ মে) যেসব গ⛎াড়ি গেছে সেগুলো ফেরত আসতে পারেনি। আমাদের ৩-৪ টি গাড়ি সাজেকে আটকা পড়েছে। আনুমানিক ৫০-৬০ জন পর্যটক রয়েছে সেখানে।”
স্থানীয়রা জানান, দীঘিনালা-সাজেক সড়কের কবাখালি এলাকা ဣপাহাড়ি ঢলে তলিয়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সাজেক থেকে কোনো গাড়ি খাগড়াছড়ি শহরে আসতে না পারায় পর🃏্যটকরা আটকে যায়।
সাজেক জুমঘর ইকো রিসোর্টের🎃 ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা কনক বলেন, পাহাড়ি ঢলের কারণে বাঘাইহাটে রাস্তায় পানি উঠাতে সকালে স্কট ছেড়ে যায়নি। এ মুহূর্তে খুব বেশি 🅷পর্যটক সাজেকে অবস্থান করছেন না। সব রিসোর্ট-কটেজ মিলিয়ে ৫০-৬০ জন পর্যটক আছেন। তারা রুমে অবস্থান করছেন।