• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফেনীতে চার চোরাকারবারীকে কারাগারে প্রেরণ


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০২:৫১ পিএম
ফেনীতে চার চোরাকারবারীকে কারাগারে প্রেরণ

ফেনীতে ভারতীয় ওষুধ ও কসমেটিকস চোরাচালানের দায়ে চারজཧনকে গ্রেপ্তার কর🤪েছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।  

আসামিরা হলেন, ছাগলনাইয়ার পূর্﷽ব মধুগ্রাম এলাকার সিরাজুল হকের ছেলে 🤪মো. জাবেদ (২৯), আবুল বাশারের ছেলে ওমর ফারুক (৩০), দক্ষিণ মটুয়া এলাকার জয়নাল আবদীনের ছেলে মো. মাছুম (২২) ও নেত্রকোনা জেলার পূর্বধনা থানার মাছকামড়া এলাকার যদু মিয়ার ছেলে মো. লিটন (৩৪)।

এর আগে, বুধ🍸বার (২১ সেপ্টেম্বর) রাতে শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদ♈ের কাছ থেকে ১ লাখ ৬৭ হাজার ৭৭২ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ হাজার ৪০ টাকা মূল্যের ৪৪টি প্লাস্টিকের সবুজ রংয়ের কোটায় রক্ষিত ডিএক্সএন ট্রিপালা ট্যাবলেট, ১৫ হাজার ৬২০ টাকা মূল্যের ২২টি প্লাস্টিকের স✅াদা রংয়ের কোটায় রক্ষিত ডিএক্সএন এসপি রুলিনা, ৬৯ হাজার ৩৬০ টাকা মূল্যের ৩৪টি প্লাস্টিকের সাদা রংয়ের কৌটায় রক্ষিত ড꧒িএক্সএন এসপিরুলিনা ট্যাবলেট, ১১ হাজার ৬৭০ টাকা মূল্যের ৬টি প্লাস্টিকের সাদা রংয়ের কৌটায় রক্ষিত ডিএক্সএন এসপিরুলিনা ট্যাবলেট, ৪ হাজার ৭০০ টাকা মূল্যের ১০টি ঘিয়া রংয়ের প্লাস্টিকের সবুজ কর্কযুক্ত ডিএক্সএন এ্যালোব হ্যান্ড অ্যান্ড বডি লোশন, ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৮৮টি সাদা রংয়ের প্যাকেটে মোড়ানো ডিএক্সএন টুথপেস্ট গ্র্যাঞ্জো প্লাস, ২ হাজার ৬৩২ হাজার টাকা মূল্যের ১৪টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ডিএক্স গ্র্যাঞ্জো স্যোপ, ৬ হাজার ১৫০ টাকা মূল্যের ১৫টি সাদা রংয়ের প্লাস্টিকের প্যাকেটে ডিএক্সএন এ্যালোব ক্লিনিং জব্দ করে।

সদর থানার ওসি মো. নিজাম উদ্দিন চার আসামিকে আদালতের মাধ্যমে ক💛ারাগারে প্রেরণের সত্যতা নিশ্চি💛ত করেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

Link copied!