নরসিং🔯দীর রায়পুরায় মেঘনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার সময় মনির মিয়া (১৬) নামের ෴এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার চানপুর ইউনিয়নের মেঘনা নদীর নয়াচরে এ দুর্ঘটনা ঘটে।
চানপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলমাছ খন্দকඣার এ ❀তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মনির মিয়া চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ꦬইসমাইল মিয়ার ছেলে।
নিহতের স্বজন মোবাশ্বির বিন মোস্তফা কামাল জানান, মনির ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইসের সাহায্যে মেঘনা নদীতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যান। এ সময় সঙ্গে থাকা তিনজন মৎস্য শিকারি তাকে উদ্ধার করে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত✤ ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কিছু মৎস্য শিকারি পানিতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরেন। এভাবে মাছ ধরা যেমন ঝুঁ🃏কিপূর্ণ এবং এতে মাছের পোনা মরে🌸 যাওয়াসহ ও ডিম নষ্ট হয়ে যায়। এ পদ্ধতিতে ধরা মাছের প্রকৃত স্বাদও থাকে না।