• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফরিদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০৩:১২ পিএম
ফরিদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফ🔴ায় দফায় সংঘর্ষ হয়েছে। এ🎶তে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৭ মার্চ) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মদনদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়💙। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. ইশারত হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমারত হোসেনের মধ্যে বিরোধ চলছিল। ইশারত ও পিকুল মামাতো-ফুফাতো ভাই। তারা দুজন গত ইউপি নির্বাচনে প🌌্রতিদ্বন্দ্বিতা করেন। ꦓনির্বাচনে ইরাশত চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে তাদের বিরোধ আরও তীব্র হয়। এই বিরোধের জের ধরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দিন আগে পিকুলের সমর্থক ফজলু মাতব্বরের সঙ্গে ইশারতের সমর্থক ওমর মোল্লার কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।

একপর্যায়ে রোববার সন্ধ্যায় ইফতারের পর উভয় পক্ষের কয়েক শ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উভয় পক্ষের দফায় দফা꧅য় ধাওয়া পাল্টাধাওয়া চলে। এ সময় পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। সংঘর্ষের সময় হামলা চালিয়ে পিকুল, মিরাজ,ꦜ ফজলু, বাশার মাস্টার, ওমর মোল্যা ও ইসমাইল♌ের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরক♔ান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শর্টগানের ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৬টি টেঁটা, ১০টি কাতরা, ১১টি বাঁশের লাঠি, ৫টি ঢাল ও ১ টি রামদা জব্দ করা হয়েছে।

আসাদুজ্জামান আরও বলেন, সংঘর্ষের ঘটনায় এক পক্ষের নেতা পিকুল মোল্যাসহ ৪ জনকে আটক করা হয়েছে। ইউপি চেয়ারম্যা🎀ন ইশারত হোস♐েনসহ সংঘর্ষে জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।

Link copied!