অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষ𝄹ে হেরে ফাইনালে উঠার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশ যুবারা। সেমিফাইনালের লড়াইয়ে ভারতের বিপক্ষে ১০৩ রানে হেরেছে টাইগার যুবারা।
যুব এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশ♌ের। কিন্তু শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে নিজেদের ফর্ম ধরে রাখতে পারল না রাকিবুল হাসানরা। বাংলাদেশের বিপক্ষে এই জয়ে ফাইনালে উঠল ভারত।
ফাইনালে উঠার লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক রাকিবুল হাসান। শাইক রাশেদের অপরাজিত ৯০, ভিকি অস্টোয়ালের ২৮ ও অধিনায়ক ইয়াশ ঢুলের ২৬ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রানের সংগ্রহ পায় ভারত। টাইগার স্পিনার 𓆏রাকিবুল হাসান নেন তিনটি উইকেট।
২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে টাইগার ব্যাꦏটাররা। ৩১ রানে প্💧রথম উইকেট হারানোর পর ৫০ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশের আশার প্রদীপ হয়ে থাকেন আরিফুল ইসলাম। কিন্তু যোগ্য সঙ্গী পাননি তিনি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন আরিফুল। ওপেনার মাহফিজুল ইসলামের ২৬, রাকিবুলের ১৬ ও আশিকুর জামানের ব্যাট থেকে এসেছে🃏 ১৫ রান। শেষ পর্যন্ত ৩৮.২ ওভারে ১৪০ রানে থামে বাংলাদেশের ইনিংস।
ফাইনাল নিশ্চিতের ম্যাচে ভারতের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন রাজভারধান, রাভি𝔍 কুমার, রাজ বাওয়া ও ভিকি অস্টাল। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নিশান্ত সিন্ধু ও ক♎ুশল টাম্বে।