ঘরের মাঠে খেলেই ক্রিকেটꦬকে বিদায় জানাবেন কিউই ব্যাটার রস টেলর। বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজই হচ্ছে টেলরের শেষ টেস্ট। বৃহস্পতি🃏বার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তিনি।
৩৭ বছর বয়সী এই ব্যাটার বাংলাদে❀শের বিপক্ষে টেস্ট ছাড়াও ওয়ানডে ক্🥂রিকেট খেলবেন টেলর। তবে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের বিপক্ষে ছয়টি ওয়ানডে ম্যাচই হবে তার শেষ ম্যাচ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টেলর লিখেন, "আপনাদের জানাচ্চি যে ঘরের মাঠে আসন্ন বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেট, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের বিপক্ষে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবো। গত ১৭ বছরে আমাকে অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদের অনেক ধন্যব🔴াদ। দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্ไমানের।"
দীর্ঘ খেলোয়াড়ি জীবনে ১১০টি টেস্ট খেলে ৭৫৮৪ রান করেছেন টেলর। ওয়ানডেত♕ে খেলেছেন ২৩৩ ম্যাচে। ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে ৮৫৮১ রান। এছাড়া ১০২টি টি-টোয়েন্টি খেলে ১৯০৯ করেছেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে দুটো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছেন এই ব্যাটার। তব🅠ে একবারও পাননি শিরোপার স্বাদ। তাই চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপাটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।