বয়স তার ৩১ বছর। কিন্তু খেলায় তিনি যুবকের মতোই। ২০২০ সালে আর্সেনাল থেকে ১৭ মিলিয়ন ইউরোয় অ্যাস্টন ভিলায় যোগ দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপরের ইতিহাস তো সবারই জানা। একে একে জিতেছেন ৪টি মেজর ট্রফি। যেখানে রয়েছে ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকা ২টি ও ফিনালিসিমার মতো ট্রফি। প্রত꧅িটি টুর্নামেন্টেই গোলবারের নিচে নিজের দক্ষতার প্রমাণ করে গেছেন। সেই সঙ্গে ক্লাব অ্যাস্টন ভিলাকে ৪২ বছর পর নিয়ে গেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে।
তাই ধা🌠রণা করা হচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা সহজেই তাকে ছাড়বে না, হয়েছেও তাই। দলের গোলবারের অতন্দ্র প্রহরীকে না ছেড়ে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে ক্লাব ভিলা। নতুন চুক্তি অনুসারে ২০২২ সালের বিশ্বকাপজয়ী ম🎉ার্টিনেজ এখন ২০২৯ সাল পর্যন্ত ভিলা পার্কে থাকবেন।
২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দে♊ন মার্টিনেজ। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।
অ্যাস্টন ভিলার জার্সিতে মার্টিনেজ এখন পর্যন্ত ১৫০ ম্যাচ খেলেছেন। প্রিমিয়ার লিগেꦡ গত মৌসুমে ৩৪ ম্যাচে ভিলার হয়ে ৯টি ক্লিন শিট রাখেন তিনি। বিদায়ী মৌসুমে উনাই এম🃏েরির দল চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে। ফলে ২০২৪-২০২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়ে যায় তারা।
সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে ৬ ম্যাচের ৬টিতেই খেলেছেন মার্টিনেজ। এই আসরে কোপার ইতিহাসের সর্বোচ্চ ১৬ বারের মতো চ্যা🐼ম্পিয়ন হয় আর🌱্জেন্টিনা।