সিয়ারা ম্যাগিয়ান♊ বেলফাস্টের পার্করুন নারী ৫ কিমি দৌড়ে ১༒৫ মিনিট ১৩ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।
২০২৩ সালের বিবিসি উত্তর আয়ারল্যান♔্ড স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার খেতাব লাভ করেন ৩১ বছর বয়সী ম্যাগিয়ান। ভিক্টোরিয়া পার্কের ইভেন্টে ওয়েলস দৌড়বিদ মেলিসা কোর্টনি-ব্রায়ান্টের চেয়ে ১৮ সেকেন্ড দ্রুত দৌড়েছেন এবার ম্যাগিয়ান। কোর্টনি-ব্রায়েন্ট গত বছর রেকর্ডটি করেছিলেন। রেকর্ড গড়ার বর্ষপূর্তি উদযাপনের মাত্র একদিন পরই ম্যাগিয়ান তার রেকর্ডটি ভেঙে দিয়েছে।
আয়ারল্যান্ডের দৌড়বিদ ম্যাগিয়ানের জন্য এটি ছিল একটি মꦰনে রাখার মতো বছর। গত আগস্টে তিনি বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে ফাইনালে উঠেছিলেন এবং চতুর্থ স্থান অর্জন করেন। তিনি দুবার আইরিশ ১৫০০ মিটার রেকর্ড ভেঙেছেন এবং একটি নতুন আইরিশ ৮০০ মিটার রেকর্ডও স্থাপন করেছেন।
এছাড়া, জুলাই মাসে সোনিয়া ও’সুলিভানের ২৯-বছ🧸রের আইরিশ মাইল রেকর্ড মাত্র দুই সেকে💛ন্ডেরও জন্য ভাঙতে পারেননি বেশি ছিটকে যান ম্যাগিয়ান।
উল্লেখ্য, প্রতি শনিবার সকালে বিশ্বের ৫টি মহােদেশের ২২টি দেশের ২ হাজারের মতো স্থানে পার্করুন অনুষ্⛦ঠিত হয়।