বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের অবস্থান ভারতে। বাকিরা খেলছেন জাতীয় ক্রিকেট লিগ। এমন ফাঁকা সম🔴য়ই মির🤪পুরে ফিটনেস ক্যাম্প নিয়ে ব্যস্ত আছেন নারী ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে এই ক্যাম্প করছেন জাহানারা-সালমারা।
এশিয়া কাপ ব্যর্থতার পর দীর্ঘ ছুটি কাটিয়ে☂ মঙ্গলবার (২৫ অক্টোবর) ক্যাম্প শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের ক্রিকেটীয় টেকনিক নিয়ে কাজ শুরুর 🔯করা আগে ফিটনেস নিয়ে কাজ করছেন।
মঙ্গলবার শুরু হওয়া এই ক্যাম্প আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে বলে আশাবাদী দলের ম্যানেজার তৌহিদ মাহ𓄧মুদ। তিনি সংবাদ প্রকাশকে জানান, নিউজিল্যান্ড সফরের ফ্লাইটে উঠার আগ পর্যন্ত চলবে এই ক্যাম্প।
তিনি আরও জানান, প্রথম ১০-১২ দিন ক্রি⛄কেটাররা নিজেদের ফিটনেস নিয়ে কাজ করবেন ও বেশ কয়েকবার ফিটনেস টেস্ট দিবেন। এরপরেও টেকনিক নিয়ে কাজ শুরু করবেন।
এই ক্যাম্পে নারী দলের হেড কোচের দায়িত্বে থাকছেন না ইমন মাহমুদ। তার জায়গায় নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার বꦦিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার হাসান তিলকারত্নে। বাংলাদেশ নারী দলের আগে শ্রীলঙ্কার দলের কোচের পদ সামলেছিলেন।
এর আগে বুধবার (২৬ অক্টোবর) বিসিবির নারী উইংয়ের সভাপতি শফিউল ইসলাম চৌধুরি নাদেল সংবাদ প্রকাশকে 🐎নিশ্চিত করেছিলেন নভেম্বরের প্রথম সপ্তাহেই নারী দলের সাথে কাজ শুরু করবেন বলে নতুন কোচ।