• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার ইউরো জেতা হবে স্বপ্নের মতো: রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০১:১০ পিএম
এবার ইউরো জেতা হবে স্বপ্নের মতো: রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

পর্তুগালের বিশ্বনন্দিত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো 🌳রোনালদো যেন থেকে যাচ্ছেন একইরকম। অথচ, বছরের পর বছর চলেই যাচ্ছে। আগের মতোই আবেগ নিয়ে খেলেন। পর্তুগালের হয়ে করে যাচ্ছেন পারফর্মও। ৩৯ বছর বয়সে এবারের ইউরোতে যাচ্ছেন তিনি। এটি তার ক্যারিয়ারে রেকর্ড ষষ্ঠ ইউরো।

ইউরোপ ছেড়ে রোনালদোর ঠ𓆉িকানা এখন সৌদি আরবে। আল নাসেরে হয়ে সবশেষ মৌসুমেও ৫০টি🧜 গোল এসেছে তার পা থেকে। এবার ইউরোতেও তার কাছে প্রত্যাশা থাকবে ভালো কিছুর। চেক রিপাবলিকের বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচের আগে এসব নিয়ে কথা বলেছেন রোনালদো।

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমি শারিরীক ও মানসিকভাবে ভালো আছি। সবসময় নিজেকে সেরা উপায়🐼ে 🔯প্রস্তুত করি। আমি একশ ভাগ পেশাদার। সবসময়ের মতোই দেশকে সাহায্য করতে ও কোচের সিদ্ধান্তকে সম্মান জানাতে তৈরি থাকবো।’

এখন অবধিꦏ পর্তুগালের হয়ে ২০৭ ম্যাচে মাঠে নেমে ১৩০ গোল করেছেন রোনালদো। বিশ্বে জাতীয় দলে তার 🐼চেয়ে বেশি গোল করেননি আর কেউ। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর, ২০১৬ সালে হয়েছেন ইউরোর চ্যাম্পিয়নও। আরও একবার এই শিরোপা জেতার স্বপ্ন দেখছেন রোনালদো।

তিনি বলেন, ‘জানি খ𒐪ুব বেশি বছর বাকি নেই আমার। বছরের পর বছর ধরে খেলা একটা উপহারের মতো। আমার বয়স ৩৯ বছর, আর প্রতিটি ✅বছরই হচ্ছে নিজেকে উপভোগ করার। জাতীয় দলের জন্য গোল করা স্পেশাল ব্যাপার। জাতীয় দল আমার জীবনের বড় ভালোবাসা। এবার ইউরো জেতা হবে স্বপ্নের মতো।’

তিনি আরও বলেন, ‘আমার জন্য, জাতীয় দলের হয়ে খেলাটা একটা প্যা🐻শন, ভালোবাসা। যেকোনো খেলাই স্পেশাল, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। এটা আমার ষষ্ঠ ইউরো𝔍, যেটি একটা রেকর্ড। ২০০৪ সালে অভিষেকের সময় হোক বা এখন, আমার একই রকম গর্ব ও প্যাশন নিয়ে খেলি।’

Link copied!