• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


উইম্বলডন থেকে এবার বিদায় রাদুকানুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৭:২২ এএম
উইম্বলডন থেকে এবার বিদায় রাদুকানুর
রাদুকানু। ছবি: সংগৃহীত

মাত্র ছয় মাস আগে ব্রিটিশ নারী টেনিস তারকা এমা রাদুকানুর পায়ে অপারেশন হয়। এই অল্প সময়ের মধ্যে তিনি নিজেকে বেশ ভালো ভাবেই প্রস্তুত করেন। এবারের উইম্বলডনের চতুর্থ রাউন💫্ডেও উঠতে সক্ষম হন। তবে আর সামনে এগুতে পারলেন না। 

রোববার নিউজিল্যান্ডের লুলু সানের  বিপক্ষে ২-৬, ৭-৫ ও ২-৬ সেটে হেরে যান। ম্যাচ হারলেও রাদুকানু ফের বিশ্ব র‌্যাংকিংয়ে বিশ্ব সেরা ১০০ জনের মধ্যে চলে আসবেন। অপারেশনের কারণে দীর্ঘদিন খেলার বাইরে থাকায় তিনি এতো♔ পেছনে চলে যান। 

ম্যাচশেষে ২১ বছর বয়সী রাদুকানু বলেন, ‍‍‘এই পরাজয় আমার জেতার আকাঙ্খা আরও তীব্র করেছে। আমি পরবর্তী গ্রান্ড স্লাম আ💖সরগুলোতে ভালো করতে পারবো꧋। কারণ, তখন আমি আরও সুস্থ হয়ে উঠবো।‍‍’ 

২০২১ সালের ইউএস ওপেনꦿের পর এই প্রথম কোন মে🍰জর ইভেন্টের চতুর্থ রাউন্ডে উঠেন রাদুকানু।

Link copied!