মাত্র ছয় মাস আগে ব্রিটিশ নারী টেনিস তারকা এমা রাদুকানুর পায়ে অপারেশন হয়। এই অল্প সময়ের মধ্যে তিনি নিজেকে বেশ ভালো ভাবেই প্রস্তুত করেন। এবারের উইম্বলডনের চতুর্থ রাউন্ডেও উ𓆏ঠতে সক্ষম হন। তবে আ🌳র সামনে এগুতে পারলেন না।
রোববার নিউজিল্যান্ডের লুলু সানের বিপক্ষে ২-৬, ৭-৫ ও🥀 ২-৬ সেটে হেরে যান। ম্যাচ হারলেও রাদুকানু ফের বিশ্ব র্যাংকিংয়ে বিশ্ব সেরা ১০০ জনের মধ্যে চলে আসবেন। অপারেশনের কারণে দীর্ঘদিন খেলার বাইরে থাকায় তিনি এতো পেছনে চলে যান।
ম্যাচশেষে ২১ বছর বয়সী রাদুকানু বলেন, ‘এই পরাজয় আমার জে♕তার আকাঙ্খা আরও তীব্র করেছে। আমি পরবর্তী গ্রান্ড স্লাম আসরগুলোতে ভালো করতে পারবো। কারণ, তখন আমি আরও সুস্থ হয়ে উঠবো।’
২০২১ সালের ইউএস ওপেনের পর এই প্রথম কোন মেজর ইভেন্টের চꦏতুর্থ 🙈রাউন্ডে উঠেন রাদুকানু।