বৃহস্পতিবার প্রকাশিত হলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ২০২৪-২৫ মৌসুমে কেন্দ্রীয় চুক্তির তালিকা। নতুন এই তালিকায় জা🌃য়গা পেয়েছেন ২৯ ক্রিকেটার। প্রথমবারের মতো ꧒চুক্তিতে জায়গা পেয়েছেন পাঁচ নতুন মুখ।
কেন্দ্রীয় তালিকায় দুই বছরের জন্য চুক্তি হয়েছেন ইংল্যান্ডের দুই অধিনায়ক জস বাটলার ও বেন স্টোকস। তাদের সঙ্গে জায়গা পেয়েছেন গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, মার্ক উড ও সাবেক অধিনায়ক জো রুট। জেমি স্মিথ প্রথম൲বারের মতো কেন্দ্রীয় চুক্তি তালিকায় জায়গা প💫েলেন।
জেমি স্মিথ ছাড়াও এবারই প্রথম কেন্দ্রীয় চুক্তি তালিকায় জায়গা পেয়েছেন—উইল জ্যাকস, শোয়েব বশির, ফিল সল্ট এবং ও💫লি পোপ। পরবর্তী চারজনই 🍃এক বছরের চুক্তিতে আছেন। এছাড়া ডেভেলপমেন্ট চুক্তি তালিকায় আছেন তিন ক্রিকেটার।
কেন্দ্রীয় চুক্তির পুরো তালিকা
দুই বছরের চুক্তি:꧂ গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, জস বাটলার, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস, মার্ক উড।
এক বছরের চুক্তি: রেহান আহমেদ, জফরা আর্চার, জনি বেযꦚ়ারস্টো, শোয়েব বশির, ব্রাইডন কার্স, জ্যাক ক্রোলি, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, জশ টাং, রিস টপলি, ক্রিস ওকস।
ডেভেলপমেন্ট🔜 কন্ট্রাক্ট: জ্যাকব বেথেল, জশ হাল, জন টার্নার।