বিশ্ব অঙ্গনের কোথাও খুব একটা পরিচিতি নেই আফ্রিকার ছোট্ট দেশ উগান্ডার। আর্থিকভাবে একেবারে স্বচ্ছ♏ল নয় তারা। ক্রীড়াজগতে ফুটবলে সামান্য নামডাক থাকলেও ক্রিকেটে এখনও তাদেরকে বলা হয় শিক্ষার্থী। সেই দেশের ক্রিকেটার হিসেবে অল্পেশ রমজানি উঠে এসেছেন বিশ্ব ক্রিকেট খবরের শিরোনামে। ২০২৩ সালে আইসিসির ಌবর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারের জন্য তালিকায় জায়গা পেয়েছেন তিনি।
পুরুষ 🐟ক্রিকেটাদের তালিকায় রমজানির সঙ্গে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব, জিম্বাবুয়ের সিকন্দার রাজা ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান। অন্যদিকে মহিলাদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি, ওয়েস্ট ইꦍন্ডিজের হেইলি ম্যাথিউজ, ইংল্যান্ডের সোফি একলেস্টোন ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।
উগান্ডার স্পিনার রমজানি গত বছর পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বাধিক উইকেট শিকারী। ৩০ ম্য⭕াচ খেলেছেন তিনি। মাত্র ৪.৭৭ ইকোনমি রেটে বোলিং করেন তিনি। মাত্র ৮.৯৮ গড়ে তিনি নিয়েছেন মোট ৫৫টি উইকেট। অর্থাৎ নিজের করা প্রতি ১১ বলেই উইকেট তুলে নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার।
শুধু বোলার রমজানি নয়, ব্যাটার রমজানিও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ বলে ꦕ৪০ রানের একটি 🐷দুরন্ত ইনিংস খেলেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই উগান্ডা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে।
মহিলাদের বর্ষসেরা উঠতি ক্রিকেটারের জন্য মনোনীত তারকারা হলেন; ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), মারুফা আক্তার (বাংলাদেশ), লরেন বেল (ইংল্যান্ড) এবং ডার্সি কার্টার (স্কটল্যান্ড)।