আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়ে🅺লে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। রোববার (৮ অক্টোবর) সংস্থাটির গভর্নিং বডি ইসরায়েলে সব রকমের ফুটবল ম্যাচ স্থগি🅰তের বিষয়টি নিশ্চিত করেছে।
পরবর্তী দুই সপ্তাহের মধ্যে ম্যাচগুলোর নতুন সূচি প্রকাশ করা হবে বলে জানান উয়ে🥀ফা। এছাড়া উয়েফা তাদের এক্সে লিখেছে, ইসরায়েলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির আলোকে উয়েফা সেখানে নির্ধারিত কয়েকটি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সূচি যথাসময়ে নিশ্চিত করা হবে। ২০২৪ ইউরো বাছাইয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইসরায়েলের।
এর আꦿগেই শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। হামাস শনিবার ভোরে ইসরায়েলের দিকে হাজার হাজার রকেট নিক্ষেপ করে এবং গাজাভিত্তিক গোষ্ঠীর 𝔍যোদ্ধারা ইসরায়েলের শহর ও অবৈধ বসতিতে অনুপ্রবেশ করে বহুমুখী হামলা শুরু করে।
এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৭০০ ইসরাইলি নিহত হয়েছেন। যাদের মধ্যে ইসরাইলের 💙সামরিক বাহিনীর ৪৪ জন সদস্য রয়েছেন। হামাসের হামলার পর রোববার (৮ সেপ্টেম্বর) ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে।
এছাড়াও ১৫ সেপ্টেম্বর ইউরো বাছাইপর্বে প্রিস্টিনায় ইসরায়েলের ম্যাচ কসোভোর বিপক্ষে। ম্যাচটি নির্ধারিত সূচিতে আয়োজন করা যায় কি না, সে বিষয়ে নিশ্চিত ꦇহতে আগামী কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উয়েফা।
এ ꦉবিষয়ে সংস্থাটি জানিয়েছে, “উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।”