• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রেফারিকে আক্রমনের জন্য মরিনহোকে অভিযুক্ত করল উয়েফা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৯:৩৫ পিএম
রেফারিকে আক্রমনের জন্য মরিনহোকে অভিযুক্ত করল উয়েফা

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে হেরে যায় হোসে মরিনহো💜র এএস রোমা। ম্যাচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিয💜োগ করেন তিনি। ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে অশোভন আচরণের জন্য রোমা কোচকে অভিযুক্ত করেছে উয়েফা।

শুক্রবার (২জুন) উয়েফা এমন তথ্য জানিয়েছে।

বুধবার (৩১ মে) মরিনহো সপ্তম ইউরোপা লিগের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো হারে সেভিয়ার বিপক্ষে। ম্যাচ শেষে রেফারির সমালোচনা করে তিনি  বলেন,  “ম্যাচটি খুবই উত্তেজনাকর, পেশিশক্তি ও প্রাণবন্ত ছিল তবে একজন রেফারি ছিলেন স্প্যানিশ💝দের মতো। পুরো সময় জুড়ে এটা (ম্যাচ) ছিল শুধু হলুদ, হলুদ আর হলুদ।”

খেলা শেষে  গ্যালারিতে রানার্সআপ পদক ছুঁড়ে মারেন মরিনহো। ম্যাচ শেষ꧅ে বুদাপেস্ট বিমানবন্দরে রেফারি অ্যান্থনি টেলর ও তার পরিব𝄹ারকে আক্রমন করে রোমা সমর্থকরা। রেফারিকে উদ্দেশ্য করে চিৎকার করতে থাকে তারা। 

Link copied!