• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চেলসির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ অনিশ্চিত টটেনহ্যামের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৪, ০২:৪৫ পিএম
চেলসির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ অনিশ্চিত টটেনহ্যামের
টটেনহ্যামের জালে দল পাঠাচ্ছে চেলসি। ছবি : সংগৃহীত

আগামী আসরের চ্ඣযাম্পিয়ন্স লিগে খেলার যো𒊎গ্যতা অর্জনের একমাত্র পথ চলতি ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলে সেরা ৪ দলের মধ্যে থাকতে হবে। সেটা পূরণ করতে হিমশিম খাচ্ছে টটেনহ্যাম হটস্পার।

কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের কাছাকাছি এসে একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে টটেনহ্যাম। এবার চেলসির কাছে ০-২ গোলে 🔥হেরেছে তারা। তার আগের ম্যাচে উত্তর লন্ডন ডার্বিতে আর্সেনালের কাছে হারতে হয় টটেনহ্যামকে।

বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে আছে টটেনহ্যাম। চতুর্থে থাকা অ💛্যাস্টন ভিলা থেকে তারা পিছিয়ে আছে অনেকদূর, ৭ পয়েন্ট। টটেনহ্যামের সামনে আছে আর মাত্র ৪ম্যাচ। এর মধ্যে খেলা আছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো বড় দলের বিপক্ষেও। যে কারণে অ্যাস্টন ভিলাকে ছোঁয়া টটেনহ্যামের জন্য এক রকম অসম𒆙্ভবই হয়ে গেছে।

নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দুটি গোলই হেডে করে চেলসি। ২৪ মিনিটে প্রথম লিড পায় মরিচিও পচেত্তিনোর দল। দারুণ হেডে এই গোলটি করেন ট্রিভো কোলাভা। ৭২ মি𒁏নিটে দারুণ হেডে গোল করেন নিকোলাস জ্যাকসন। এতে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে চেলসি। এই জয়ে ওয়েস্টহ্যামকে টপকে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে গেছে চেলসি। ৩৪ ম্যাচে ব্লুজদের ✃পয়েন্ট ৫১।

নিউক্যাসল ইউনাইটেড থেকে ২ পয়েন্ট আর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৩ পয়েন্ট পিছিয়ে আছে চেলসি। আগামী মৌসুমের ইউরোপা লিগে এই ৩ দলের যেকোনো দুই দল অংশ ন♛িতে পারবে।

অপরদিকে ৩৪ ম্যাচে ৬০ পয়েন্ট ন🍸িয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগে তাদের জায়গা হুমকিতে থাকলেও ইউরোপা লিগে নিজেদের জায়গা অনেকটাই পোক্ত করে রেখেছে তারা।

Link copied!