প্রথম রাউন্ডে সরাসরি সেটে জিতে ফ্রেঞ্চ ওপেনে অভিযান শুরু করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচ। মঙ্গলবার রাতের ম্যাচে তিনি হারিয়েছেন পিয়েরে-হিউজেস হারবার্টকে ৬-৪, ৭-৬ ও ৬-৩ সেটে। দীর্ঘ ২ ঘণ্টা ৩১ মিনিট সময় নিয়েছেন জোকোভিওচ এই ম্যাচ জ🅷িততে। পরের রাউন্ডে স্পেনের রবার্তো কার্বালেস বায়েনার মুখোমুখি হবেন তিনি।
প্রথম রাউন্ড পার হলেও জয় সহজে আসেনি শীর্ষবাছাই জোকোভিচের। তাকে গোটা ম্🎀যাচেই বেশ পরিশ্রম করতে হয়েছে। ফ্রান্সের ছেলে হওয়ায় কোর্টে সমর্থন পেয়েছেন হারবার্ট। কিন্তু ২৪ বারের গ্রান্ড স্লাম জয়ী জোকোভিচকে হারাতে পারেননি তিনি।
জোকোভিচ নিজের খেলায় খুশি। ম্যাচের পর বলেছেন, ‘যে মুহূর্তে মনে হয়েছে আমার ভাল খেলা দরকার, তখনই সেটা করেছি। টাইব্রেকে ভাল খেলেছি। মনঃসংযোগ ধরে রেখেছি। যে ভাবে প্রতিযোগিতা শুরু করলাম ত🍨া খুব খুশি। আশা করছি ধী💮রে ধীরে নিজের খেলায় উন্নতি করব। সঠিক দিকেই এগোচ্ছি।’