ভারত নারী দলের বিপক্ষে শনিবার ( ২২ জুলাই) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলদেশে। মিরপুরে সকাল ৯টা ৩০ মিনিটে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা। সিরিজের প্রথম ম্যাচ ৪০ রানে জ𝔍িতে নেয় জ্যোতিরা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ১০৮ রানে ভারত ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরায়।
দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের ব্যাটিং ব্যর্থতা দেখে। সিরিজের তৃতীয় ম্যাচে আগে বাংলাদেশের ব্যাটিং দুশ্চিন্তা নিয়ে ব𝔉েশℱি ভাবাচ্ছে কোচকে। ম্যাচের আগের দিন কোচের কণ্ঠে শোনা যাচ্ছে ব্যাটিং ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তার কথা।
শুক্রবার (২১ জুলাই) টাইগ্রে🧸স কোচ হাস♐ান তিলকারন্তে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান। বাংলাদেশের নারী ক্রিকেটারদের বড় চিন্তার নাম ব্যাটিং দুচিন্তা । হাসান মনে করেন, “ব্যাটাররা ক্রিজে থিতু হয়ে আউট হচ্ছে। ব্যাটিংয়ে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে থিতু হওয়া। আপনি ভালো শুরু পাওয়ার পর, সেটাকে কাজে লাগাতে চাইবেন।”
এমন কথা বলে কোচ সিরিজের দ্বিতীয় ম্যাচের কথা উদাহরণ হিসেবে বলেন, “দ্বিতীয় ম্যাচে ২৯ ওভারের পর ৩ উইকেটে ১০৩ রান। তখন প💙র্যন্ত ভেবেছিলাম আমরা সঠিক পথেই আগাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত যখনই আমরা পিংকির উইকেট হারাই। এরপর আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। এটা নিয়ে আমরা কাজ করেছি।”
একটা ম্যাচের রান বাড়িয়ে নিতে পাওয়ারপ্লে সবথেকে গুরুত্বপূর্ণ। হাসান এই পাওয়ার প্লেতেও সন্তুষ্ট না। বাংলাদেশের নারী ক্রিকেটাররা ম্যাচে যে সময়ে ব্যাটিংয়ে পিছিয়ে পড়ছে। তারা ম্যাচে বেশি ডট বল খেলে। এই নিয়ে কোচ বলেন, “সমস্যা হলো, আমꦆরা অনেক বেশি ডট বল খেলি। যার জন্য আমরা পাওয়ার প্লেতে অনেক পিছিয়ে থাকছি। এ নিয়ে কথা হয়েছে আশা করি, মেয়েরা কাল ভালো করবে।”
বাংলাদেশের নারী ক্রিকেটাররা ফিটনেস সমস্যায় ভুগছেন। যার কারণে ব্যাটিংয়ে ভালোꦑ🐷 কৌশলী হওয়ার পরও ব্যাটাররা ইনিংস বড় করতে পারছেন না। তবে ফিটনেস সমস্যা নিয়ে আশার কথা শোনালেন টাইগ্রেস কোচ। তিনি বলেন, “ওরা টেকনিক্যালি ভালো। কিন্তু বড় ইনিংস খেলার মানসিকতায় প্রস্তুত না, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আর ফিটনেসের মান গড়পড়তার নিচে। আমাদের ফিটনেস ট্রেইনার আছে। সে ইংল্যান্ড থেকে এসেছে। এই সিরিজ শেষে ৬ সপ্তাহের একটা ফিটনেস ক্যাম্প হবে।”
এদিন শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে বাংলাদেশ নারী দলের খেলোয়াড় ফাহিমা খাতুন এসে, শেষ ম্যাচে খেলা দেখতে দর্শ😼কদের মাঠে আসতে বলেন। দর্শকরা মাঠে এলে তাদের হতাশ করবেন না । ফাহিমা বলেন, “তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জেতার পর, প্রথম ওয়ানডেতে মাঠে অনেক দর্শক এসেছে। আমি আশা করব, কাল যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ, অনেক দর্শক হবে এবং দর্শকদের একটা আশানুরুপ ফল দিতে পারব।”
কালকের ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে পারলেই তো ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের রের্কড গড়বেন। এর আগে বাংলাদেশ ভারতের বিপক্ষে কখনো ওয়ানডে ম্যাচ জিতেনি। সেই রের্কড বাংলাদেশ ভাঙে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই। ১১ বছর পর মিরপুরের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই প্রথম ম্যাচে ভারতকে হারায় জ্যোতি, মারুফারা। সেই সঙ্গে ওয়ানডেতে ভারতকে প্রথমবারের মꦡতো হারানোর কৃতিত্ব অর্জন করে।