অন্যতম বিশ্বসেরা ক্লাব জার্মানীর বায়ার্ন মিউনিখকไে অবিশ্বাস্যভাবে হারিয়ে বেশ আগেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে স্পেনের তারকাসমৃদ্ধ দল রিয়াল মাদ্রিদ। এবার লা লিগায় গ্রানাডাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লজ ব্লাঙ্কোজরা। স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ ফুটবলার, কর্মকর্তা এবং সমর্থকরা।
এরই মধ্যে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে আনুষ্ঠানিকভাবেই পিএসজি ছাড়া ঘোষণা দিয়েছেন। অর্থ্যাৎ, এই জুনেই তিনি হয়ে যাচ্ছেন ফ্রি-এজেন্ট। এখন যে ক্লাবে ইচ্ছা, সে ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। যদিও, দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, রিয়ালে যোগ দেবেন তিনি। পিএসজি ছাড়🤡ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর রিয়াল সমর্থকরাও উন্মুখ হয়ে আছেন, এমবাপে ও রিয়াল আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি শোনার জন্য।
তবে এখন সে দিকে কোনোই মনযোগ নেই রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। এখন একটাই চিন্তা তার মাথায়, চ্যাম্পিয়ন্স লিগ। ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। যেখানে রিয়ালের প্রতিপক্ষ জার্𝕴মানীর ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।
গ্রানাডাকে হারানোর পর সংবাদ সম্মেলনে এমবাপের বিষয়ে আপডেট কী? জানতে চাইলে আনচ🐭েলত্তি সরাসরি বলে দেন, ‘🉐এই মুহূর্তে এ বিষয়টা নিয়ে আমি মোটেও ভাবছি না। জুনের ১ তারিখ পর্যন্ত আমি অন্য কোনো কিছু নিয়েই ভাববো না। আমি জানি, ১ তারিখ পর্যন্ত আমাকে কোথায় ফোকাস করতে হবে।’
গত বছর রিয়াল এমবাপেকে কিনতে চেয়েছিলো পিএসজির কাছ থেকে। যার জন্য ১৮০ মিলিয়ন ইউরো দিত༒েও রাজি হয়েছিলো মাদ্রিদ। কিন্তু পিএসজি স্প্যানিশ ক্লাবটির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলো সে সময়। এক বছর পর এখন বিনামূল্যেই এমবাপেকে ছাড়তে হচ্ছে তাদের। কারণ, চুক্তির মেয়াদ শেষ।
এখন দেখার বিষয়, এমবাপে রিয়ালে যোগ দেন, নাকি অন্য কোনো ক্লাবে যান। যদিও🌳 র🍸িয়ালে যাওয়ার সম্ভাবনাই বেশি।