ভারতীয় গণমাধ্যম আগেই বলেছিলো ওয়ানডে বিশ্বকাপে পরিবর্তন আসতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের 👍নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা ছিলো সেই ম্যাচ। ওইদিনই গুজরাটে শুরু হবে ‘নবরাত্রি’ উৎসব𒀰। ওই কারণে হাইভোল্টেজ ম্যাচটির সূচি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছিল তারা।
তবে, এবার জানা গেল, কেবল ওই ম্যাচই নয়; পরিবর্তন আসতে পারে আরও কয়েকটি ম্যাচের সূচিতেও। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে✤ দেশটির নিউজ এজেন্সি পিটিআই।
﷽জয় শাহ বলছেন, ‘তিনটি সদস্য দেশ নিজেদের সূচি পরিবর্তনে আইসিসিকে চিঠি দিয়েছে। যার কারণে বেশকিছু ম্যাচের সূচি পরিবর্তন হতে পারে। এছাড়া আমরা বিশ্বকাপ চলাকালে দর্শকদের জন্য বিনামূল্যে খাওয়ার পানি বিতরণের উদ্যোগ নিয়েছি।’
ভারত-পাকিস্তান ম্যাচের সূচি নিয়ে কোনো সমস্যা নেই, বললেন জয় শাহ। তিনি বলেন, “ নিরাপত্তা নিয়ে যদি কোনো সমস্যা থাকত, তাহলে ম্যাচটি সেখানে (আহমেদাবাদে) দেওয়া হলো কেন। অক্টোবর ১৪-১৫ কোনো সমস্যা না। লজিস্টিক চ্যালেঞ্জের কথা জানিয়ে দুই বা তিনটি বোর্ড সূচিতে পরিবর্তন করতে লিখিতভাবে বলেছে। কিছু (দলের) ম্যাচ আছে যেখানে মাত্র দুই দিনের গ্যাপ, তাই একটি ম্💧যাচ খেলে পরের দিন ভ্রমণ করে আবার খেলা কঠিন হবে।”
তবে পরিবর্তন করা হবে না কোন ভেন্যু। কমানো হবে ম্যাচের গ্যাপের দিন গুলো এমনট𒐪াই জানান জয় শাহ।
আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউ জিল্যান্🦩ডের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডের বিশ্বকাপের এবারেরꩵ আসর।