• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নেইমারের জায়গায় রোনালদোকে চায় সৌদি ক্লাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১০:৪৮ এএম
নেইমারের জায়গায় রোনালদোকে চায় সৌদি ক্লাব
রোনালদো ও নেইমার। ছবি: সংগৃহীত

ব্রাজিল তার🐻কা নেইমার জুনিয়র খেলেন সৌদি আরবের আল হিলাল ক্লাবে। আর পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেন একই দেশের আর নাসর ক্লဣাবে। 

রোনালদো নিয়মিত খেলে যাচ্ছেন সৌদি ফুটবল লিগে। কিন্তু নেইমার ইনজুরির কারণে একেবারেই অনিয়মিত তার দলে। ফ্রান্সেরꦬ পিএসজি থেকে 💛অনেক আাশা নিয়ে নেইমারকে দলে ভিড়িয়েছিল আল হিলাল। কিন্তু তাদের সে আশা নিভে যাচ্ছে। ফলে তারা আসলে চাচ্ছে নেইমারকে ছেড়ে দিতে।নেইমারও চাচ্ছেন চলে যেতে।  

এখন নেইমারের জায়গা⛎ পূরণ করতে চেষ্টা করছে আল হিলাল। নেইমারের জায়গায় তারা চাচ্ছে রোন♛ালদোকে। বিভিন্ন মিডিয়ায় ইতোমধ্যে  আল হিলালের এই পরিকল্পনার কথা প্রচার হয়েছে।

অবশ্য নে🀅ইমার দল 🌄ছাড়লে কবে ছাড়বেন আর রোনালদো আদৌ আল হিলাল ক্লাবে আসবেন কিনা তার বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি।

Link copied!