• ঢাকা
  • রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৬ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অলিম্পিক আশীর্বাদ হয়ে এসেছে ফরাসি অর্থনীতিতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৬:১২ পিএম
অলিম্পিক আশীর্বাদ হয়ে এসেছে ফরাসি অর্থনীতিতে
অলিম্পিক চলাকালে প্যারিস নগরী। ছবি : সংগৃহীত

সফল প্যারিস অলিম্পিক আশীর্বাদ হয়ে এসেছে ফরাসি অর্থনীতিতে। প্রায় ১১ মিলিয়ন টিকিট বিক্রিতে চাঙ্গা হয়েছে প্যারিস, মার্শেইসহ একাধিক শহরে পর্য🍷টন খাত।

মুখরিত প্যারিসে বিষাদের 𓂃সুর। শান্ত, নিরবতা। সমাপনী অনুষ্ঠানের ২৪ ঘণ্টা না পেরুতেই পুরোনো রূপে ফিরতে শুরু করেছে ভালোবাসার নগরী।

ব্যাংক অব ফ্রান্সের প্রত্যাশা, বছরের তৃতীয় কোয়ার্টারে দশমিক দুই পাঁচ শতাংশ বাড়তে পারে অর𒀰্থনীতির পরিধি।

ইতিবাচক ছোঁয়া লেগেছে পর্যটন খাতেও। ফরাসি পর্যটন মন্ত্রী অলিভিয়া গ্রেগরের দাবি, শুধু প্যারিসের জাদুঘর ও 🌜রেস্টুরেন্টগুলোতে বেড়েছে ২৫ শতাংশ দর্শনার্থী ও ভোজন রসিক।

পর্যটকের ঢেউ লেগেছিলো সেইলিং ও ফুটবলের ভেন্যু মার্শেই আর বাস্কেটবল ও হ্যান্ডবলের ভেন্যু লিঁলেতেও। শুধু গেমসের প্রথꦓম সপ্তাহেই ঐ দুই শহরে বিক্রি হয়েছে প্রায় দেড় মিলিয়ন টিকিট। আসর চলাকালে গেলে🌠া বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেড়েছে পর্যটকের সংখ্যা।

ফুটবল হয়েছে আরেক শহর নিসেও, সার্ফিংয়ের জন্য তাহিতি ও🐼 সাঁ এতিয়েয় ছিলো পর্যটকদের উপচে পড়া ভিড়।

ধুম পড়েছিল প্🍌যারিসꦿ অলিম্পিকের মাস্কট বিক্রিতেও। গেমস চকালাকালে তিন লাখের বেশি মাস্কট বিক্রি হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

অলিম্পিক শেষে এ মাসেই আবারও ক্রীড়াযজ্ঞে মাতবে প্যারিস। ২৮ অক্টোবর শুরু হবে প্যারালিম্পিক। আয়োজকদের মতে,🌜 দুই ইভেন্ট মিলে বিক্রি হয়েছে প্রায় ১১ ম💟িলিয়ন টিকিট।

Link copied!