ফরোয়ার্ড এলিটা🌳 কিংসলে নিজ দেশ নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশি হয়েছেন। নতুন নাগরিকত্ব পাওয়ার পর বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন তিনি। চলতি বাংলাদেশ প্রি🅠মিয়ার ফুটবল লিগের প্রথম লেগে তাকে কোনো দল নেয়নি। মধ্যবর্তী দলবদলে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন তাকে দলে ভিড়িয়েছে।
এলিটা কিংসলে এবার দল না পাওয়ায় নাইজেরিয়া ও ভারতে বেশ কিছু সময় ছিলেন। ব্রাদার্স তাকে দলে ভেড়ানোয় আবার বা⛄ংলাদেশে এসেছেন। ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেন, ‘এলিটা এখন দলের সঙ্গে অনুশীলন করছে। তার স্কোরিং ক্ষমতা ভালো। এজন্য দলে নেয়া হয়েছে।’
মধ্যবর্তী দলবদলে ♒সবচেয়ে বড় চমক জামাল ভূইয়া। আর্জেন্টিনা থেকে তিনি আবার বাংলাদেশ লিগে ফিরে এসেছেন। আন্তর্জাতিক ছাড়পত্র নিয়ে সংশয় থাকা জামাল আবাহনীর হয়ে নিবন্ধিত হয়েছেন। জামালের পাশাপাশি অস্ট্রেলিয়ান ডিফেন্ডার অ্যারন ইভান্স, দেশি দুই ফুটবলার সাকিব বেপারী ও সুলতান আহমেদকে রেজিস্ট্রেশন করেছে আবাহনী।
আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডান বিদেশি ফুটবলার নিবন্ধন করিয়েছে আরেকটি। ফর্টিজ এফসিতে নিবন্ধিত হয়েছেন নেপালী ফুটবলার অঞ্জন বিস্টা।