• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সেই নিষিদ্ধ দীপা ইতিহাস গড়লেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৫:২২ পিএম
সেই নিষিদ্ধ দীপা ইতিহাস গড়লেন
বিশেষ ভঙ্গিমায় দীপা কর্মকার। ছবি : সংগৃহীত

অলিম্পিক দলে সুযোগ পাননি দীপা কর্মকার। কিন্তু অলিম্পিকের আগে জিমন্যাস্টিক্সে ইতিহাস গড🏅়লেন তিনি। প্রথম ভারতীয় হিসাবে এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন একসময় নিষিদ্ধ থাকা এই দীপা।

রোববার তাসখন্তে জিমন্যাস্টিক্সের ভল্ট ফাইনালে শিরোপা জিতেছেন ৩০ বছর বয়সী দীপা। ফাইনালে দীপার গড় ১৩.৫৬৬। উত্তর কোরিয়ার দুই প্রতিযোগীকে হারিয়ে এই কীর্তি করেছে✱ন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে রৌপ্যপদক জিতেছেন কিম সন হ্যাং। তার গড় ১৩.৪৬৬। ব্রোঞ্জপদক জিতেছেন জো কিয়ং বিয়ল। তার গড় ১২.৯৬৬। ফাইনালে টান টান লড়াইয়ের পরে শেষ হাসি হাসেন দীপা।

২০১৬ সালের রি🎀ও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন দীপা। ফাইনালে প্রোদুনোভা ভল্ট দিয়েছিলেন তিনি। অল্পের জন্য চতুর্থ হন দীপা। তার পর থেকে ক্রমাগত চোট ভুগিয়েছে তাকে। আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি দীপা। ২০১৬ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক জিতেছিলেন দীপা।

এর মাঝেই ডোপ টেস্টে দোষী প্রমাণিত হওয়ায় শাস্তি পেতে হয়েছিল 🌳দীপাকে। তাকে ২১ মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। নির্বাসন কাটিয়ে গত বছর ফিরেছেন এই বাঙালি নারী।

Link copied!