• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৪, ০৫:৫৮ পিএম
ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান
সেমিফাইনালে জয়ের পর মোহামেডান খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বি, দেশের আরেক দর্শকপ্রিয় আবাহনী লিমিটেডকে হারিয়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়েছিল। টুর্নামেন্টের বরꦿ্তমান চ্যাম্♕পিয়ন মোহামেডান আবারও ফাইনাল নিশ্চিত করেছে।

মঙ্গলবার ম𒅌ুন্সিগঞ্জের শহীদ লে. মতিউর রহমান 🦩স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়েছে সাদা-কালোরা।

এই পুলিশের বিপক্ষে সপ্তাহ দুই আগে লিগে ড্র ক꧅রেছিল মোহামেডান। ফেডারেশন কাপে পুলিশের শুরুটাও ছিꦍল সুন্দর। প্রথমার্ধে বেশ কয়েকবার লিড নেয়ার সুযোগ পেয়েছিল। পক্ষান্তরে মোহামেডানও গোলের সুযোগ মিস করেছে।

ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৭ মিনিটে ফ্রি কিক থেকে বক্সের মধ্যে হেডে গোল করেন পুলিশের উজবেক ফুটবলার উক্তামভ। গুরুত্বপূর্ণ ম্যাচে🎉 পিছিয়ে পড়ে মোটেও ঘাবড়ায়নি আলফাজের মোহামেডান। বরং পিছিয়ে উল্টো যেন জেগে 𓆏উঠে সাদা-কালোরা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদের শিষ্যরা ১১ মিনিটে দুই গোল দিয়ে ম্যাচের চিত্র বদলে দেন। টানা দুই গোল করে ম্যাচের চিত্র ঘুরিয়ে দেয় সাদা-কালোরা। ৬৮ মিনিটে নাইজেরিয়ান এমানুয়েল ♛সানডে বক্সের মধ্যে ভলি করে সমতা আনেন। ঐ গোলে অবশ্য পুলিশের ফুটবলারদের অফ সাইড আপত্তি ছিল প্রবলভাবে। তবে শাহরিয়ার ইমনের জয়সূচক গোলে পুলিশের গোলরক্ষক ও ডিফেন্স ছিল পুরো পরাস্ত। বক্সের মধ্যে সুন্দর হেড করে গোল করেন ইমন।

ম্যাচের বাকি সময় পুলিশ সমতা আনার চেষ্টা করে ব𒀰্যর্থ হলে মোহামেডান একই মৌসুমে দুই টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করল। মৌসুমের প্রജথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপেও ফাইনাল খেলেছিল সাদা-কালোরা।

টুর্নামেন্টের দ্বিত🅘ীয় সেমিফাইনাল পরের মঙ্গলবার। আবাহনী-বসুন্ধরা কিংসের মধ্যকার 🔥বিজয়ীরা ২১ মে ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মোহামেডানের মুখোমুখি হবে।

Link copied!