পোল্যান্ডের ইগা সুয়াটেক দ্বিতীয় বারের মতো ইন্🗹ডিয়ান ওয়েলস টেনিস শিরোপা জিতেছেন। রোববার রাতের ফাইনালে ম༒ারিয়া সাক্কারির বিরুদ্ধে সহজ জয়ে তিনি এই কৃতিত্ব দেখালেন।
এই ম্যাচটা ছিল ২০২২ সালের ফাইনালেরই পুনরাবৃত্তি। বিশ্বের এক নম্বও খেলোয়াড় সুয়াটেক মাত্র ৬৯ মিনিট𒁃ের একচেটিয়া লড়াইয়ে গ্রিসের সাক্কারিকে ৬-৪ ও ৬-০ সেটে পরাজিত করেন।
এটি চার বারের গ্র্যান্ড🎶 স্ল্যাম চ্যাম্পিয়ন ও ২২ বছর বয়সী সুয়েটেকের ক্যারিয়ারের ১৯তম শিরোপা এবং গত মাসে কাতারের পর চলতি বছরের দ🌠্বিতীয় খেতাব অর্জন।
বিশ্বের নয় নম্বর টেনিস তারকা ২৮ বছর বয়সী সাক্কারি তার ১০তম ডব্লিউটিএ ফাইনালে খেললেন। ক্যারিয়ারের তৃতীয় শিরোপা জয়ের আশা ছিল সাক্কারির। কিন্তু ক্যালিফোর্নিয়ার এই টেনিস আসরের ফাইনালে 💟সুয়াটেক ত𒆙ার সব স্বপ্নই ধূলোয় মিশিয়ে দেন।
জানুয়ারীতে অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ড থেকে বিস্ময়করভাবে বিদায়ের পর থেকে সুয়েটেক দারুণভাবে টেনিসে ফিরেছেন। তিনি এখন আরেকটি শিরোপার জন্য মিয়ামি ওপেন টেনিস আসরে অংশ নেবেন।