ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হওয়ার ঘটনা আ൩গেও ঘটেছꦿে। এবার নতুন করে আরও একটি ঘটনা সামনে উঠে এসেছে।
ব্যাপক দুর্নীতির দায়ে আইসিসির তদন্তের মুখোমুখি পড়েছেন প্রাভিন জায়াবিক্রমা𒊎। শ্রীলঙ্কার বাঁহাতি এই স্পিনারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার দুর্নীতিবিরোধী নীতিমালার অন্তত ৩টি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে।
আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার জায়াবিক্রমার বিরুদ্ধে অভিযোগ আনার খবর জানিয়েছে🍌 আইসিসি। বিবৃতি অনুযায়ী, আন্তর্জাতিকꦕ ম্যাচ ও লঙ্কা প্রিমিয়ার লিগে এসব দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ২৫ বছর বয়সী স্পিনার।
আইসিসির নিয়ম অনুযায়ী, ৬ অগাস্ট থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে এꦡসব অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান জানানোর সুযোগ পাবেন জায়াবিক্রমা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্মতি নিয়ে আন্তর্জাতিক ম্যাচের পাশাপা🍸শি জায়াবিক্রমার এলপিএলের ম্যাচের দুর্নীতির ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আইসিসি।
জায়াবিক্রমার বিরুদ্ধে আনা অꩲভিযোগগুলো হলো- ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিং করার প্রস্তাব পেয়ে কালক্ষেপণ না করে সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া; ২০২১ এলপিএলে একজন জুয়ারির পক্ষ হয়ে অন্য এক ক্রিকেটারকে ফিক্সিং𝓰য়ের রাজি করানোর প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া এবং প্রস্তাব আসার ক্ষুদে বার্তাগুলো মুছে দিয়ে তদন্তে বাধা দেওয়া।
২০২১ সালের এপ্রিলে আন্তর্জাতিক অভিষেক হওয়া জায়াবিক্রমা এখন পর্যন্ত ৫টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। ২🀅০২২ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।
২০২১ সালের এলপিএলে সেবা🐭রের চ্যাম্পিয়ন জাফনা কিংসে ছিলেন জায়াবিক্রমা। ওই আসরে এক ম্য𝄹াচ খেলে ২ উইকেট নেন তরুণ বাঁহাতি স্পিনার।