নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাসমান পাড়ের দেশটিতে যাবে বাংলাদেশ নারী দল। ওই সফরকে সামনে রেখে শনিবার (১২ নভ♌েম্বর) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলা🧸দেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সোয়েলি আক্তার ও সোবহানা মুস্তারি। দলে জায়গা পেয়েছেন রাবেয়া খ🐎ান, মারুফা আক্তার, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস।
নিউজিল্যান্ডের এই সফর দিয়েই বাংলাদেশের ডাগ আউটে কাজ শুরু করবেন সদ্য নিয়োগ পাওয়া কোচ হাসান তিলকারত্নে। এর আগে এশিয়া কাপে বাংলাদেশের ডাগ আউটে কাজ করেছিলেন ইমন মাহমুদ। নিউজিল্যান্ডে দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্꧂যোতি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজ খেলতে ২৪ নভেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল।
২ ডিসেম্বর নিউজিল্যান্ড সফর শুরু করবে বাংলাদেশ দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চে।💃 দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ ডিসেম্বর ডানেডিনে। শেষ টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু কুইন্সটাউন (৭ ডিসেম্বর)।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানড🐻ে ১১ ডিসেম্বর ওয়েলিংটনে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪ ও ১৭ ড𒉰িসেম্বর। এই দুই ম্যাচের ভেন্যু নেপিয়ার ও ওয়েলিংটন।
বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতু, সানজিদা আক্তার মেঘল♔া, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, রাবেয়া খান, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস।