• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভিসা জটিলতায় দুই সফর বাতিল সিদ্দিকের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০২:৩২ পিএম
ভিসা জটিলতায় দুই সফর বাতিল সিদ্দিকের
গলফার সিদ্দিকুর রহমান। ছবি : সংগৃহীত

ভাগ্যটাই খারাপ তার। বাংলাদেশের সেরা পেশা♏দার গলফার সিদ্দিকুর রহমান আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ওমানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে খেলতে পারছেন না। অংশ নেওয়ার জন্য এন্ট্রি দিয়েছিলেন সিদ্দিক। ভিসা জটিলতায় তিনি এই টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। বিমান টিকিট, হোটেল বুকিং ও অন্যান্য আনুষ্ঠানিকতায় প্রায় চার হাজার ডলার গচ্চা গেছে সিদ্দিকের। 

টুর্নামেন্ট মিস করায় হতাশ সিদ্দিক জানান, ‘ভিসা না পাওয়ায় ওমানের টুর্নামেন্ট খেলতে পারলাম❀ না। একইꦆ সময় নিউজিল্যান্ডে আরেকটি টুর্নামেন্ট ছিল। ওমানে খেলব এজন্য সেখানে এন্ট্রি দিইনি। ওমানেও যেতে পারলাম না, নিউজিল্যান্ডেও খেলা হলো না।’

গত অক্টোবরে বাংলাদেশিদের সব ধরনের ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেয় ওমান সরকার। তাই ওমানের ভিসার জন্য আ♋বেদনই করতে পারেননি। এরপরও টুর্নামেন্ট খেলার চেষ্টা করেছেন সিদ্দিক, ‘মাসকাটে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে যোগাযোগ করেছি। সবাই আমার জন্য আন্তরিকভাবে চেষ্টা ও অনুরোধ করলেও, তাদের আসলে কিছু করার নেই। কারণ ওমান সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে ভিসা পাওয়া সম্ভব নয়।’

দুঃখ প্রকাশ করেন সিদ্দি💜ক, ‘বিগত সময়েও অনেক টুর্নামেন্টে ভিসার জন্য খেলা হয়নি। প্রায় প্রতি বছর ♍এমন ঘটনা থাকেই।’ 

যদিও বিড়ম্বনায় পড়ে টুর্নামেন্ট মিস হলেও, কখনও ভিসা পাননি এমন হয়নি দেশসেরা গলফারের, ‘আবেদন করে ভিসা পাইনি এমনটা হয়নি। ওমানে যেমন আবেদনই করা যায়নি, আবার অনেক সময় হয়েছে খুব💫 কম সময় নিয়ে আবেদন করায়, খেলার দিন বা একদিন আগে ভিসা পাওয়ায় যাওয়া হয়নি। অনেক ক্ষেত্রে আরও পরেও পেয়েছি।’

অন্য খেলার সঙ্গে গলফের খানিকটা ভিন্নতা রয়েছে বলে মত প্রকাশ করেন সিদ্দিক, ‘ফুটবল বছরে ৪-৫ বার (সিনিয়র দল) দেশের বাইরে যায়। প্রায় ক্ষেত্রে এশিয়ার মধ্যেই। গলফে বছরে বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তে টুর্নামেন্টে হয়।’
 

Link copied!