ক্ষমা চা🔥ইলেন মোহাম্মদ শামি। ক্ষমা চাইলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। ক্ষমা চাইলেন সমর্থকদের কাছে। বার বার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দলে ফিরবেন। কিন্তু পারেননি। ফিটনেসের প্রশংসাপত্রই পাননি। সে কারণেই ক্ষমা চেয়ে নিলেন শামি।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন শামি। সেখানে দেখা যাচ্ছে, জিমে পরিশ্রম করছেনꦰ তিনি। ক্যাপশনে শামি লেখেন, ‘প্রতি দিন আরও সুস্থ হয়ে ওঠার জন্য পরিশ্রম করছি। আরও পরিশ্রম করে যাব। ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলব।’ তার পরেই ক্ষমা চেয়ে নেন শামি। তিনি বলেন, ‘সকল ক্রিকেট অনুরাগী ও বোর্ডꦍের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু শিগগিরই আমি লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি হয়ে যাব।’
অস্ট্রেলিয়া সফরে যশপ্রীত বুমরাহ ও মোহাম্মাদ সিরাজ বাদে তৃতীয় পেসার হিসাবে উঠে আসছিল শামির নাম। তবে তাকে নেওয়া হয়নি। গত বছর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের পর থেকে আর শামি খেলেননি। হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তার। শামি তার পর থেকে বার বার জানিয়েছেন, জাতীয় দলে ফিরবেন। নিজের অনুশীলনে ফেরার ভিডিয়ো পোস্ট করেছেন। জানা গিয়েছে, বোর্ডের কাছ 🐈থেকে ফিটনেসের প্রশংসাপত্র এখনও পাননি শামি। এত দিন ধরে মাঠের বাইরে থাকা কোনও বোলারকে সরাসরি অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে নামিয়ে দিতে চাইছে না বোর্ড। শামিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না তারা। সেই কারণেই তাকে নেওয়া হয়নি।
শামির পরিবর্তে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। বোর্ডের এক সূত্র জানিয়েছে, কোচ গৌতম গম্ভীরের কারণেই দলে জায়গা পেয়ে൩ছেন হর্ষিত। হর্ষিতের বলের গতি বেশ ভালো। আর 🌠তা অস্ট্রেলিয়ায় কাজে লাগতে পারে।