চল🌱তি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে `বি` গ্রু꧃পের এক ম্যাচে স্কটল্যান্ড ৩ উইকেটে ওমানকে পরাজিত করে বিশ্বকাপের সুপার এইটে উঠার পথে অনেকটাই এগিয়ে গেল।
সোমবার ভোরে এন্টিগুয়ার নর্থ সাউন্ডে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে ওমান প্রথমে 🎶ব্যাটিংয়ে নেমে ৭ উই♛কেটে ১৫০ রান করে। জবাবে স্কটল্যান্ড ১৩.১ ওভারে ৩ উইকেটে ১৫৩ রান করে।
স্কটল্যান্ড দ💎লের ব্রান্ডন ম্🔯যাকমুলেন ৩১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬১ রান করে ম্যাচসেরা হন। তবে জর্জ মানসির ২০ বলে ৪১ রানও বড় ভূমিকা রাখে স্কটিশদের জয়ের ব্যাপারে।
এটা ছিল স্কটল্যান্ডের দ্বিতীয় জয়। ইংল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সবমিলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইলো স﷽্কটিশরা। অস্ট্রেলিয়া ৪ পয়♚েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। নামিবিয়া ২ এবং ইংল্যান্ড ১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।