• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ছেলের জন্মদিনে পৃথক আয়োজন সানিয়া ও শোয়েবের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ১২:৫৯ এএম
ছেলের জন্মদিনে পৃথক আয়োজন সানিয়া ও শোয়েবের
আলাদা দুই জায়গায় ছেলে ইজহানের সঙ্গে সানিয়া ও শোয়েব। ছবি: সংগৃহীত

দর্শকরা তাদের প্রিয় খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনকেও অনেক শ্রদ্ধা করে। ক্রিকেটার হোক, ফুটবলার হোক, টেনিস তারকা হোক কিংবা অ্যাথলেটিক্স লিজেন্ড হোক, সবার ব্যক্তিগত জীবনের সু꧒খ-দুঃখ নিজের বলে মনে করে। টেনিস তারকা সানিয়া মির্জা ও ক্রিকেট তারকা শোয়েব মালিকের প্রেম, ভালোবাসা ও বিয়ে নিয়ে তাদের ভক্তরা ছিল রোমাঞ্চিত। তেমনি তাদের বিবাহ বিচ্ছেদেও ভক্তরা চরমভাবে ব্যথিত হয়েছে। এরই মধ্যে শুক্রবার খবর এলো, তারা তাদের পুত্র সন্তান ইজহান মির্জা মালিকের জন্মদিন আলাদা আকাদা ভাবে পালন করেছেন। দুবাইয়েতেই এক জায়গায় সানিয়া সময় কাটান ইজহানের সঙ্গে। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দেন ছবি সহ। ছবির ক্যাপশনে ভারতের ইতিহাসে সেরা নারী টেনিস তারকা লিখেছেন, ‍‍`আমার ছোট্ট ছেলে। তোমার বয়স ছয়। আমার খুশির কারণ তুমি।‍‍` পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব ছেলের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান দুবাইয়ের একটি দামী জায়গায়।  জন্মদিনের কেকও কাটেন। তার একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‍‍`শুভ জন্মদিন আমার চ্যাম্প! খুশি ও ভালোবাসা অনেক দিন থাকুক।‍‍`  চলতি বছরের জানুয়ারিতে তাদের ডিভোর্স হয়। শোয়েব সানা জাভেদকে বিয়ে করার পর জানাজানি হয়, তাদের ডিভোর্সের কথা। ডিভোর্স হলেও সন্তানের প্রতি তারা দুজনেই দায়িত্ব পালন করছেন। অবশ্য শোয়েব আরেকটি বিয়ে কর✨ে আর সানিয়া দ্বিতীয় বিয়ে না করেই ছেলেকে নিয়ে বসবাস করছেন।

Link copied!