▨সাম্প্রতিক সময়ে খেলা মাঠে মোটেও ভালো সময় যাচ্ছিলো না লিভারপুলের। সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা সালাহও যেন ভুলে গিয়েছিলেন গোল করতে। চ্যাম্পিয়নস লিগে রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে তাই সাইড বেঞ্চে জায়গা হয়েছিল মিশরীয় তারকার। বদলি 🍒হিসেবে মাঠে নামার পর সালাহ যা করলেন, সেটা পুরোটাই রেকর্ড। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের মালিক এখন মোহাম্মদ সালাহ।
বুধবার (১২ অক্টোবর) রাতে রেঞ্জার্সের মাঠে আতিথ্য নিয়েছিল লিভারপুল। ম্যাচের ১৭তম মিনিটে পিছিয়ে পড়ে আবারও অলরেডদের তাড়া করছি🐼ল হারের দুঃস্বপ্ন। চ্যাম্পিয়নস লিগের বর্তমান রানার্স আপদের জন্য ত্রাণকর্তা হয়ে দাঁড়🦹ান রবার্তো ফিরমিনহো। পরে গ্রান্ট এলিয়ট গোল করলে লিড নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধেও ধরে ꧟রেখেছিল ঘুরে দাঁড়ানোর প্রভাব। ফলে সালাহ👍 মাঠে নামার আগেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ৬৮তম মিনিটে উরুগুইয়ান তারকা ডারউইন নুনেজকে তুলে সালাহকে মাঠে নামান কোচ ক্লপ।
মাঠে নামার ৭ মিনিটের মাথায় সালাহ প্রমাণ দেন ফুরিয়🏅ে যাননি। ৭৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন সালাহ। এর পাঁচ মিনিট পর আবারও স্কোরশিটে নাম তোলেন সালাহ।
হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে থাকা সালাহ তৃতীয় গোল করতে সময় নিয়েছেন মাত্র এক মিনিট। এতেই প্রথম গোলের পর হ্য༺াটট্রিক পূর্ণ করতে সালাহ সময় লেগেছে মাত্র ৬ মিনিট ২০ সেকেন্ড। এতেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্র𓆏ুততম হ্যাটট্রিকের মালিক বনে যান সালাহ। এই মিশরীয় হ্যাটট্রিকের সবগুলো গোলেই সহায়তা করেছেন জোতা।
দ্রুততম হ্যাটট্রিকের তালিকায় দুই নম্বরে থাকা বেফেটিমবি গোমিস হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন ৮ মিনꦍিটে। ২০১১ সালে ইউক্রেনীয় ক্লাব ডায়♏নামো জাগরেবের বিপক্ষে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ফরাসি ক্লাব লিওনের এই ফুটবলার।
তৃতীয় স্থানে থাকা মাইক নিওয়েল হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন ৯ মিনিটে। এই ঘটনা ঘটেছিল ১৯৯৫ সালে। ব্ল্যাকবার্নের হয়ে রোজেনবার্গের বিপক্ষে হ্যাটট্রিক পূর্ণ করেছি⛎লেন তিনি।
চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে তিন🀅 ও দুইজন ফুটবলার। চার নম্বরে থাকা ফুটবলাররা সবাই ১১মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন। তারা হলেন- ক্রিস্টিয়𝄹ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ,২০১৫), রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি,২০১৯) ও রবার্ট লেভানডভস্কি (বায়ার্ন মিউনিখ, ২০২২)
পাঁচ নম্বরে থাকা দুই ফুটবলার হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন ১২তম মিনিটে। তালিকার পাঁচে থাকা ফুটবলাররা হলেন- লুইজ আদ্রিয়ানো (শাখতার দোনেস্ক,২০১৪) ও ❀রবার্ট লেভানডভস্কি (বায়ার্ন মিউনিখ,২০১৯)।