কী কারণে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সুযোগ পান না, সেটা একম๊াত্র জানে বিসিবির নির্বাচকরা। বাংলাদেশে স্পিন অলরাউন্ডারদের ভিড়ে পেস বোলিং অলরাউন্ডার খুঁজেই পা🥂ওয়া মুশকিল। সেখানে মোহাম্মাদ সাইিউদ্দিন একটি দারুণ উদাহরণ। কিন্তু তিনি তার দক্ষতা প্রমাণের তেমন কোনো সুযোগ পান না।
কিন্তু সাইফউদ্দনের যে চাহিদা রয়েছে বা তিনি যে কার্যকর খেলোয়াড়, সেটা প্রমাণ হলো আরও একবার। এর আগে🤡, তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি আসরে দল পেয়েছিলেন। এবার নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) দল পেꦗয়েছেন সাইফউদ্দিন। বাংলাদেশি এই তারকাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লুম্বিনি লায়ন্স।
নেপালের এই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াবেꦫ তখন একই সময়ে ঘরোয়া আসর এনসিএলেরও ম্যাচ থাকবে। তাই এই সময়ে বিদেশি কোনো লিগের জন্য এই অলরাউন্ডারকে ছাড়পত্র (এনওসি) দেবে কি না সেটা নিয়ে অবশ্য সংশয় থাকছে।
নেপালের প্রধান আটটি শহর বিরাটনগর, চিতওয়ান, জনকপুর, কর্নালি, কাঠমান্ডু, লুম্বিনি, পোখারা ✱এবং সুদুরপাশিম এই লিগে অংশ নেবে। এনপিএলের প্রথম আসরের সবগুলো ♎খেলা কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে ⛎সাইফউদ্দিন দেশের বাইরে কানাডার গ্লোবাဣল টি-টোয়েন্টি লিগ এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দল পেয়েছিলেন। তবে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার।