• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আট গোলের ম্যাচেও জয় পেল না রিয়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৪, ০১:৪২ পিএম
আট গোলের ম্যাচেও জয় পেল না রিয়াল
রিয়ালের বিপক্ষে একাই চার গোল করেন ভিয়ারেয়ালের সরলথ। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনা🅺ল অনুষ্ঠিত হতে দুই সপ্তাহের কম সময় বাকি। তার আগেই বড় ধাক্কা খেল লা লিগায় এবারের চ্যাম্পিয়ন রিয়াল✱ মাদ্রিদ। ভিয়ারেয়ালের বিপক্ষে তিন গোলে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ হলো কার্লো আনচেলত্তির দল। রোববার আট গোলের ম্যাচটি ৪-৪ ব্যবধানে ড্র হয়েছে।  

ম্যাচের চতুর্দশ মিনিটে ব্রাহিম দিয়াসের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন আর্দা গিলের। আর ৩০ মিনিটে লুকাস ভাসকেসের ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হোসেলু। ৩৯ মিনিটে একটি গোল শোধ করে লড়াই জমিয়ে তোলার আভাস দেয় ভিয়ারেয়ালের নরওয়ের ꦅফরোয়ার্ড সরলথ। ৪০ মিনিটে দিয়াসের দারুণ থ্রু বল বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় নেওয়া শটে ব্যবধান বাড়ান রিয়ালের ভাসকেস। এর পরই কোনাকুনি শটে স্কোরলাইন ৪-১ করেন তুরস্কের ১ꦑ৯ বছর বয়সী উইঙ্গার গিলের।

৪৮ মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে দারুণ হেডে আরেক দফা ব্যবধান কমান সরলথ (২-৪)। এতে ঝিমিয়ে পড়া লড়াইয়ে নতুন করে প্রাণ ফেরে। চার মিনিট পর বাঁ পায়ের নিচু শটে রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিনকে পর꧒াস্ত করে হ্যাটট্রিক পূরণ করে𝕴ন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড সরলথ (৩-৪)। ৫৬ মিনিটে পাসিং ফুটবলে দ্রুতগতিতে শাণানো আক্রমণে বেরার্দ মোরেনোর পাস বক্সে পেয়ে কোনাকুনি শটে ম্যাচে সমতা টানেন সেই সরলথই (৪-৪)।

এরপর দুই দলেরই আক্রমণের ধা💃র কমে আসে। ব𝓡েশ কিছুক্ষণ কোনো পক্ষই পারছিল না ভীতি ছড়াতে।

লিগে টানা ৯ জয়ের পর 🌄হোঁচট খেল রিয়াল। ৩৭ ম্যাচে ২৯ জয় ও সাত ড্রয়ে তাদের পয়েন্ট ৯৪।

আগামী ২৫ মে লিগের শেষ রাউন্ডে রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল। এরপর, আগামী ১ জুন চ্𓃲যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ইউরোপের সফলতম ক্লাবটি।

Link copied!