• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোচ এনরিকের ওপরই ভরসা পিএসজির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৪, ০৬:৪৬ পিএম
কোচ এনরিকের ওপরই ভরসা পিএসজির
লুইস এনরিকে। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নেবার পরও আগামী মৌসুমে পিএসজির কোচ হিসেবে বহাল 💫থাকছেন লুইস এনরিকেই। ক্লাব সূত্র এই ত𝓡থ্য নিশ্চিত করেছে।

এর আগে আসর থেকে বিদায়ে কোচকে🔯 পদ থেকে অব্যহতি দেবার অতীত ইতিহাস পিএসজির রয়েছে। কিন্তু বিভিন্ন সূত্র ক্রীড়♐া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে জানিয়েছে এনরিকের কাজে ক্লাব কর্তৃপক্ষ খুশি এবং তার ওপরই ভবিষ্যতেও আস্থা রাখতে চায়।

৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ গত গ্রীষ্মে দুই বছরের চুক্তিতে পিএসজিতে এসেছিলেন। দ্রুতই তার সাথে চুক্তি নবয়ানের বিষয়ে ক্লাব আলোচনা শুরু করবে বলে সূত্রটি নিশ্চিত করেছে। এবারের ম🎐ৌসুমে প্যারিসের সমর্থকদের কাছেও জনপ্রিয় ছিলেন এনরিকে। এমনকি কিছু প🔥াগল সমর্থক প্রতি ম্যাচেই তার সমর্থনে সারাক্ষন চিৎকার করে উৎসাহ যুগিয়েছে।

আগামীবার অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির এগিয়ে যাওয়াটা একটু কঠিনই হবে। দলের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে মৌসুম শেষে অন্যত্র পাড়ি ♔জমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এমবাপে বিহীন পিএসজিকে এনরিকে কতটুকু এগিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা।

এনরিকে অবশ্য কখনই তারকা খেলোয়াড়দের পিএসজি ছাড়ার ব্যপারে কোন বাঁধা দেননি। গত গ্রীষ্মে পার্ক ডি প্রিন্সেস ছেড়ে চলে গেছে𝓰ন নেইমার, মার্কো ভেরাত্তি। এতে এনরিকের কোন আপত্তি ছিলনা। তার♓ পরিবর্তে দলের স্পিরিট ও ঐতিহ্য ধরে রাখতে তিনি সবসময়ই চেষ্টা করে গেছেন।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও পিএসজির সামনে এখনো ফ্রান্স কাপ জয়ের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই লিগ ওয়ানের শিরোপা জয় করা পিএসজি আগামী൩ ২৫ মে লিঁওর বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে মুখোমুখি হবে। এছাড়া এনরিকের অধীনে আগেই নিশ্চিত হয়েছে ফেঞ্চ সুপাℱর কাপের শিরোপা।

Link copied!