• ঢাকা
  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সফরের জন্য পাকিস্তান দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৫:১৫ পিএম
অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সফরের জন্য পাকিস্তান দল ঘোষণা
পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য রোꦅববার দুপুরে ১৫ সদস্য✃ের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব দিয়ে স্কোয়াডে সুযোগ দেয়া হয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটারকে।

আগামী ৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে অস্ট্রেলিয়া সিরিজ এবং ২৪ নভেম্বর থেকে ৫ 🐠ডিসেম্বর পর্যন্ত চলবে জিম্বাবুয়ের সিরিজ।

পাকিস্তান উভয় সফরে তিনটি করে ওয়ানডে এব🌼ং তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

ঘোষিত দলে জায়গা হয়নি ইন♐ফ𓆉র্ম ব্যাটার ফখর জামানের। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের মাঝপথে বাদ পড়লেও অস্ট্রেলিয়া সফরে দলে রাখা হয়েছে বাবর আজম, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদিকে। তবে এই তিনজনকে রাখা হয়নি জিম্বাবুয়ে সফরে।

অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ান অস্ট্রেলিয়া ম্যাচ🌌 এবং জিম্বাবুয়ে ওয়ানডেতে খেলবেন, কিন্তু জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে বিশ্রামে থাকবেন। প্লেয়ার রোটেশন নীতির মাধ্যমে নির্বাচকরা মূলত ঘরোয়া ক🌌্রিকেটে পারফর্মারদের সুযোগ দেয়ার ওপর জোর দিচ্ছেন।

দুই সিরিজে সুযোগ পেয়েছেন অনেক প্রতিভাবান দেশীয় খেলোয়াড়। ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে নেয়া হয়েছে আমির জামাল, আরাফাত মিনহাজ, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ, মোহাম্মদ ইরফান খান এবং সাইম আইয়ুবকে। টি টোয়েন্টি দলে প্রথমবারের মতো✱ ডাক পেয়েছেন জাহানদাদ খান ও সালমান আলী আগা।

ওয়ানডে দলে🐻 কামরান গুলাম, ওমাইর বিন ইউসুফ, এবং সুফিয়ান মকিমও আছেন, যাদেꦺর জাতীয় দলের হয়ে অভিষেক হবে।

দীর্ঘ এক বছর পর দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার মোহাম্🍸মদ হাসনাই। তিনি ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

বাবর আজম, নাসি𝕴ম শাহ, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা এবং শাহীন শাহ আফ্রিদিকে ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটের জন্য নেয়া হয়েছে। হাসিবুল্লাহ এবং হারিস রউফ অস্ট্রেলিয়𝓡া ও জিম্বাবুয়ের পুরো সফরজুড়ে দলের সঙ্গে থাকবেন।

অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে বাবর আজম, ফয়সাল আকরাম এবং নাসিম শাহ সোমবার মেলবোর্নের উদ্দেশ্যে রওনা দেবেন। বাকি খেলোয়াড়♕রা পরদিন মঙ্গলবার যাত্রা করবেন। পাকিস্তানের ওয়ানডে কোচ গ্যারি কারস্টেন সরাসরি মেলবোর্নে দলে যোগ দেবেন।

ꦦএ ছাড়া আহমেদ দানিয়াল, হারিস রউফ, হাসিবুল্লাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, তাইয়াব তাহির এবং সালমান আলী আগা দুই ফরম্যাটেই থাকছেন।

ওয়ানডে দলে থাকবেন আমির জামালꦗ, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, ফয়সাল আকরাম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব এবং শাহনাওয়াজ দাহানি। টি টোয়েন্টি স্কোয়াডে তাদের জায়গায় থাকবেন আরাফাত মিনহাস,🐬 জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহিবজাদা ফারহান এবং উসমান খান।

 

Link copied!