অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য রোববার দুপুরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তানℱ ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্🌠ব দিয়ে স্কোয়াডে সুযোগ দেয়া হয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটারকে।
আগামী ৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে অস্ট্রেলিয়া সিরিজ এবং ২৪ নভেম্ব𓃲র থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে জিম্বাবুয়ের সিরিজ।
পাকিস্তান উভয় সফরে তিনটিꦿ করে ওয়ানডে এবং তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
ঘোষিত দলে জায়গা হয়নি ইনফর্ম ব্যাটার ফখর জামানℱের। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের মাঝপথে বাদ পড়লেও অস্ট্রেলিয়া সফরে দলে রাখা হয়েছে বাবর আজম, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদিকে। তবে এই তিনজনকে ꦅরাখা হয়নি জিম্বাবুয়ে সফরে।
অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ান অস্ট্রেলিয়া ম্যাচ এবং জিম্বাবুয💖়ে ওয়ানডেতে খেলবেন, কিন্তু জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে বিশ্রামে থাকবেন। প্লেয়ার রোটেশন নীতির মাধ্যমে নির্বাচকরা মূলত ঘরোয়া ক্রিকেটে পারফর্মারদের সুযোগ দেয়ার ওপর জোর দিচ্ছেন।
দুই সিরিজে সুযোগ পেয়েছ🎃েন অনেক প্রতিভাবান দেশীয় খেলোয়াড়। ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে নেয়া হয়েছে💃 আমির জামাল, আরাফাত মিনহাজ, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ, মোহাম্মদ ইরফান খান এবং সাইম আইয়ুবকে। টি টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাহানদাদ খান ও সালমান আলী আগা।
ওয়াꦡনডে দলে কামরান গুলাম, ওমাইর বিন ইউসুফ, এবং সুফিয়🦋ান মকিমও আছেন, যাদের জাতীয় দলের হয়ে অভিষেক হবে।
দীর্ঘ এক বছর পর দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার মোহাম্মদ হাসন📖াই। তিনি ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খ✨েলেছিলেন।
বাবর আজম, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা এবং শাহীন শাহ আফ্রিদিকে ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটের জন্💛য নেয়া হয়েছে। হাসিবুল্লাহ এবং হারিস রউফ অস্ট𒉰্রেলিয়া ও জিম্বাবুয়ের পুরো সফরজুড়ে দলের সঙ্গে থাকবেন।
অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে বাবর আজম, ফয়সাল আকরাম এবং নাসিম শাহ সোমবার মেলবোর্নের উদ্দেশ্যে রওনা দেব🌃েন। বাকি খেলোয়াড়রা পরদিন মঙ্গলবার যাত্রা করবেন। পাকিস্তানের ওয়ানডে কোচ গ্যারি কারস্টেন সরাসরি মেলবোর্নে দলে যোগ দেব😼েন।
এ ছাড়া আহমেদ দানিয়াল, হারিস রউফ, হাসিবুল্লাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান,ꦅ তাইয়াব তাহির এবং সালমান আলী আগা দুই ফরম্যাটেই থাকছেন।
ওয়ানডে দলে থাকবেন আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, ফয়সাল আকরাম, কামরান গুলাম, মোহাম্ম𒐪দ রিজওয়ান, সাইম আইয়ুব এবং শাহনাওয়াজ দাহানি। টি টোয়েন্টি স্কোয়াডে তাদের জায়গায় থাকবেন আরাফাত মিনহাস, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহিবজাদা ফারহান এবং উসমান খান।