নাটকে নাটকে ভরা পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। পাকিস্তান ক্রিকেটে সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণার একদিন পরেই জানা গেল, পাকিস্তান ক্রিক💝েটে কোচের পদ থেকে সরে যেতে চাইছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার এবং বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন।
সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে এমন দাবিই উঠে এসেছে। তাতে বলা হচ্ছে, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও গ্♒যারি কার্স্টেনের বিদায়টাই হতে পারে পাকিস্তান ক্রিকেটের নতুন ঘটনা। রোববার পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে সোমবার অস্ট্রেলিয়াগামী পাকিস্তান দলে কার্স্টেনের না থাকার সম্ভাবনাই জোরালো। শুধু অস্ট্রেলিয়া সফর না, এরপরের জিম্বাবুয়ে সফরেও দলের সঙ্গে না থাকার গুঞ্জন আছে। সবমিলিয়ে গ্যারি কার্স্টেন পাকিস্তানের কোচ থাকছেন না এমন কথা শোনা যাচ্ছে জোরেশোরে।
সংবাদমাধ্যমটি জানায়, বেশকিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দলের ক্রিকেটারদের সঙ্গে একাধিক ইস্যুতেই মতবিরোধ ছিল ২০১১ সালের বিশ্বকাপজয়ী এই কোচের। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি। তবে হাইপরফর🌠ম্যান্স দলের কোচ হিসেবে ডেভিড রিডকে নিয়োগের অনুরোধ করেছিলেন কার্স্টেন। পিসিবি সেই অনুরোধেও সায় দেয়নি। তার বদলে অন্য কিছু না🎐ম প্রস্তাব করে বোর্ড। পিসিবির এমন সাড়ায় খানিক হতাশ কার্স্টেন।
দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় পাকিস্তানের সাদা বলের দলে এই বিষয়গুলোকে কেন্দ্র করে পরিস্থিতি অনেক জটিল বলে জানিয়েহে পাকিস্তানেরই বেশকিছু গণমাধ্যম। চ্যাম্পিয়ন্স ট্রফির চার মাসেরও কম সময় বাকি থাকা অবস্থায় পিসিবিকে এখন সাদা বলের নতুন কোচ খুঁজতে হতে পারে। যদিও কღোচ খোঁজার জন্য সময়টা মোটেই সুবিধা♈জনক না পাকিস্তানের জন্য। দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে তারা। এর আগে কার্স্টেনের প্রস্থান পাকিস্তানের কাজটা নিশ্চিতভাবেই কঠিন করবে।
পিসিবি-র সামনে একটি বিকল্প হতে পারে বর্তমান লাল বলের কোচ জেসন গিলেস্পিকে সাদা বলের কোচ হওয়ার প্রস্তাব দেয়া। বিকল্প হিসেবে ভাꦺবা হচ্ছে, পিসি🌃বি সাদা বলের কোচ হিসেবে সাবেক পেসার আকিব জাভেদকে নিয়োগ করবে।
আকিব জাভেদ বর্তমানে জাতীয় দলের নির্বাচক। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন টেস্টের হোম সিরিজে পাকি♋স্তান🐼 দলের ২-১ ব্যবধানে সিরিজ জয়ের জন্য অনেকটা কৃতিত্বই তাকে দেয়া হচ্ছে।
উল্লেখ্য, কার্স্টেন মে মাসে পাকিস্তানের কোচ হন।  👍;