চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ‘বি’ গ্রুপের এক ম্যাচে টাই করেছে নামিবিয়া ও ওমান। দুই দলই সমান ১০৯ রান করে। পরে সুপার ওভারে জয়লাভ🔯 করে নামিবিয়া।&n🧸bsp;
বিজয়ী দলের ডেভিড ওয়াইজ ম্যা🐈চসেরা হন। তিনি ম্যাচে ২৮ রানে ৩ উ🦂ইকেট লাভ করেন। সুপার ওভারে তিনি মাত্র ৪ বলে করেন ১৩ রান।
২০১২ সালে বিশ্বক🧜াপে শেষ বারের 🐟মতো সুপার ওভারের ঘটনা ঘটেছিল।
মূল ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে ম্যাচটিতে প্রথম ওভারেই দু’উইকেট হারায় ওমান। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয় ওমান। দলের হয়ে খালিদ কাইল সর্বোচ্চ ৩৪ রান করেন। নামিবিয়ার ট্রামপেলম্যান ৪টি, ডেভিসꦐ ওয়াইজ ৩টি এবং ইরাসমাস ২টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়া২০ ওভারে ৬ উইকেটে ১০৯ রান করে। দলের ফ্রাইলিঙ্ক সর্বোচ্চ ৩৪ রান করেন। ওমা🤪নের মেহরান খান মাত্র ৭ রানে ৩ উইকেট নিয়ে নামিবিয়ার ইনিংসে ধস নামান। যদিও শেষ পর্যন্ত সুপার ওভারে এশিয়ান দ♌ল ওমানকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করলো আফ্রিকান দল নামিবিয়া।